Home National CV Ananda Bose: বাংলার নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সি ভি আনন্দ বোস, কে তিনি? জেনে নিন

CV Ananda Bose: বাংলার নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সি ভি আনন্দ বোস, কে তিনি? জেনে নিন

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: গত শুক্রবার পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল (Governor of West Bengal) হিসেবে সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ( Draupadi Murmu)। আগামী বুধবার তিনি পশ্চিমবঙ্গে নয়া রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন। তার আগে মঙ্গলবারই তিনি রাজ্যে আসছেন, বলে জানা গিয়েছে। জগদীপ ধনখড়ের পর পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। কে এই সি ভি আনন্দ বোস? আসুন জেনে নেওয়া যাক –

পশ্চিমবঙ্গের নয়া দায়িত্ব গ্রহণকারী রাজ্যপাল সি ভি আনন্দ বোস, একজন প্রাক্তন বেসামরিক কর্মচারী। তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবাগুলিতে বেশ কিছু বছর কাজ করেছিলেন।

শিক্ষাগত ক্ষেত্রে, বোস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, অতিরিক্ত প্রধান সেক্টর এবং জেলা কালেক্টর হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন।

এছাড়াও ভারতের ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি জাতিসংঘের পরামর্শমূলক মর্যাদায় হ্যাবিট্যাট অ্যালায়েন্সের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন।

এছাড়াও আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন এবং সেগুলি বেশ কয়েকটি ভাষাতে প্রকাশ করেন। ইংরেজি, মালায়ালম এবং হিন্দিতে ৪০ টি বই প্রকাশ করেছেন। যেগুলোতে নানারকম গল্প, কবিতা, উপন্যাস, নাটক লিখেছেন তিনি। আনন্দ বোসের লেখা বইগুলি লেখা দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে বইগুলি বেস্ট সেলারের মর্যাদা লাভ করেছে।

আনন্দ বোস মর্যাদাপূর্ণ জওহরলাল নেহেরু ফেলোশিপ প্রাপক। এছাড়াও তিনি লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন মুসৌরির প্রথম ফেলো ছিলেন। এটি দেশের শীর্ষ বেসামরিক কর্মচারীদের প্রশিক্ষণ দেয়।

You may also like