মহানগর ডেস্ক: ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে ঘরে ঢুকেছিল চারজন। তারপর স্বামীর সামনেই তাঁর পঁয়তাল্লিশ বছরের স্ত্রীকে ধর্ষণ করল (Dacoits Gang Raped Woman) দুষ্কৃতীরা। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিরোহি জেলায় (Rajasthan) । এই ঘটনায় ওই দম্পতি রীতিমতো আতঙ্কিত। দুজনেই কথা বলার মতো অবস্থায় নেই। দুজনের কেউ-ই বাড়ি থেকে বেরোচ্ছেন না। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। শুক্রবার তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। চতুর্থ অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পিন্ডোয়ারার ডেপুটি এসপি জিতু সিং জানিয়েছেন, নিগৃহীতার স্বামী একজন ওয়াচম্যান।
বুধবার রাতে তাঁরা ঘুমোবার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় ওই চারজন জোর করে ঘরে ঢুকে বন্দুকের ভয় দেখিয়ে ওয়াচম্যানের জামা খুলে চোদ্দশো টাকা নিয়ে নেয়। তারা আরও টাকা এবং সোনার গয়না দাবি করে। কিন্তু ওই দম্পতির কাছে কয়েকটি রূপোর গয়না ছাড়া আর কিছুই ছিল না। কিছু না পেয়ে তারা ওয়াচম্যানের সামনেই তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। ডিএসপি জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করে। শুধু একটি থানাই নয়, বিভিন্ন থানাও অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করার অভিযানে নামে। অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।