মহানগর ডেস্ক : খুব শিগগিরই শেষ হতে চলেছে দাদাগিরি সিজন ৯(Dadagiri season 9)। আর ফাইনালে থাকবে এক ঝাঁক চমক। এরমাঝে খবর এসেছে দাদাগিরির ফাইনালে জমিয়ে নাচবেন সৌরভ এবং ডোনা। তবে তাঁদের সঙ্গে পা মিলাবেন মিঠাই রানিও।
দাদাগিরি(Dadagiri season 9)র মঞ্চে ফের একবার দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে। মহারাজের প্রিয় অভিনেতা শাহরুখ জনপ্রিয় গান ‘আঁখো মে তেরি’ গানে কোমর দোলাবেন তাঁরা। তবে দাদাগিরির মঞ্চে ডোনাকে নিয়ে একাধিকবার মশকরা করতে দেখা গিয়েছে সৌরভকে। যদিও দর্শকদেরও তা বেশ পছন্দ হয়েছে। তবে এবার এই জুটিকে প্রেমের সাগরে ভাসতে দেখবেন অনুরাগীরা।
আরও পড়ুন, আয়কর দপ্তরের কাছে পার্থ-পরেশ-অনুব্রতর সম্পত্তির হিসাব চাইল CBI
তবে রয়েছে আরও চমক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’য়ের মিঠাই হাজির থাকবেন দাদাগিরির ফাইনালের(Dadagiri season 9) মঞ্চে। সেখানেই সৌম্যিতৃষা নিজের পারফরম্যান্স দিয়ে মাফ করবেন দর্শকদের। ইতিমধ্যে মিঠাইয়ের সামনে এসেছে। গোলাপি লেহেঙ্গা মিঠারানির ছবি নিয়ে এখন তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত দাদাগিরির অন্তিম পর্ব প্রতিযোগীদের সাহায্যের জন্য উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,সৃজিত মুখোপাধ্যায়ের মতন নামিদামি তারকারা।
আরও পড়ুন, সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি এবার বলিউডে! প্রকাশ্যে এল তারিণীখুড়োর প্রথম লুক
দাদাগিরির সিজন ৯(Dadagiri season 9)যেখানে হাত বাড়ালেই বন্ধু হয়।এবারের ভাবনা ছিল একেবারেই অন্যরকম। কী ভাবে সামান্য সাহায্যের মধ্যে দিয়ে বন্ধুত্বের হাত বাড়ানো যায়,তাঁদেরকে সাহায্য করা যায় সেই নিয়ে প্রতিযোগিরা হাজির হয়েছিলেন দাদাগিরির মঞ্চে। সেখানে নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডের গল্প শুনিয়েছেন গোটা সিজন জুড়ে। এছাড়া মঞ্চে হাজির হতে দেখা দিয়েছে একাধিক তারকাদের। তাঁদের মধ্যে হাজির ছিলেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। তাঁর জীবনের কাহিনীও জেনেছে দর্শক।