মহানগর ডেস্ক: বলিউডের হিন্দি গান চালিয়ে মন্দিরের ভেতর চুটিয়ে নাচ দুই মহিলা নিরাপত্তা কর্মীর (Dance In Temple )। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও একাধিকবার শেয়ার হয়। যে দুজন মহিলা বলিউডের গান করে উদ্দাম নাচ করছিলেন তাঁরা মন্দিরের নিরাপত্তার কাজ করে থাকেন। কালো রঙের পোশাক পরে তাঁরা বলিউড সিনেমার জিনে কে বাহানে লাখো এবং প্যায়ার প্যায়ার করতে করতে হিট গান গান করেন। এই ঘটনায় অনেকেরই ভ্রুকুঁচকে উঠেছে। উজ্জয়িনীর এডিএম সন্তোষ ঠাকুর মহাকালেশ্বর মন্দিরের প্রশাসককে ঘটনাটি জানিয়েছেন। এরপরই ওই দুই মহিলা নিরাপত্তা রক্ষীকে সরিয়ে দেওয়া হয়। উজ্জয়িনীর এডিএম জানান মহাকালেশ্বর মন্দিরের কর্মীদের আপলোড করা তিনি ভিডিওটির কথা তিনি জানেন এবং দুজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।
এর আগে ছত্তিশগড়ের এক মন্দিরে ফ্যাশন শো নিয়ে প্রবল বিতর্ক হয়। বিতর্কের জেরে শেষপর্যন্ত বন্ধ করে দেওয়া হয় ফ্যাশন শো। অন্যদিকে কেরলের ত্রিশূরে কুডালামমণিক্যাম মন্দিরে নাচের অনুষ্ঠানে নর্তকী মানসিয়াকে নাচের অনুমতি না দেওয়ায় প্রবল বিতর্ক দেখা দেয়। এই ঘটনার প্রতিবাদে ওই মন্দিরের অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই নর্তকী দেবিকা সঞ্জীবন ও অঞ্জু অরবিন্দ। তাঁরা নর্তকী মানসিয়াকে সমর্থন জানিয়েছে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় নর্তকী দেবিকা জানিয়েছেন তাঁরা নাচের অনুষ্ঠানে কোনওভাবেই অংশ নেবেন না। একইসঙ্গে জানিয়েছেন যাঁদের সঙ্গে এমন দুর্ভাগ্যজনক ব্যবহার করা হবে, তাঁরা তাঁদের সমর্থন করবেন। তিনি কড়া সুরেই জানান মন্দির কমিটি মানসিয়াকে মঞ্চে প্রবেশের অনুমতি দেয় এবং পরে তাঁকে দিয়ে জোর করে লেখায় যে তিনি হিন্দু। তাঁর কথায় শিল্প কোনও ধর্মের বেড়াজাল মানে না। তিনি এমন কোনও অনুষ্ঠানে অংশ নিতে চান না যেখানে নিজেকে হিন্দু বলে প্রমাণ করতে হয়।
.