মহানগর ডেস্ক: ক্রেডিট কার্ড গ্রাহকদের (Credit Card Holders) মাথায় হাত পড়ার জোগাড়! বিশ্বজুড়ে নব্বই লক্ষ ক্রেডিট কার্ড গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েব (Dark Web Hacker) মার্কেট প্লেসে ফাঁস করে দিল অনলাইন হ্যাকাররা। এরফলে এখন যে কেউ ডার্ক ওয়েবের ক্রেডিট কার্ড সাইট বিডেন ক্যাশে (Biden Cash) গিয়ে কোনও খরচ না করে ক্রেডিট কার্ড গ্রাহকদের তথ্য ডাউন লোড করে টাকা তুলতে পারবে। তথ্য বিশ্লেষণ করে জানা গিয়েছে মূলত আমেরিকার কার্ড গ্রাহকদেরই এর ফলে ক্ষতিগ্রস্ত (Affected) হওয়ার আশঙ্কা রয়েছে। তবে শুধু আমেরিকাই নয়, বিপুল পরিমাণ তথ্য রয়েছে ভারত,ব্রিটেন, ব্রাজিল, মেক্সিকো, তুরস্ক, স্পেন, ইটালি, অস্ট্রেলিয়া ও চিনের গ্রাহকদের।
সাইবার গবেষকরা গত কয়েক মাসে খোঁজ নিয়ে জানতে পারেন ডার্ক ওয়েবের বিডেন ক্যাশ ফোরাম রাশিয়ার দশ লক্ষ কুড়ি হাজার কার্ডের নথি বিনামূল্যে অফার করেছে। সম্প্রতি বিডেনক্যাশ ওয়েবসাইটে সত্তর লক্ষ নব্বই হাজার কার্ডের নথি বিক্রি করার পরই এই ঘটনা ঘটেছে। ফলে এই মুহূর্তে ডার্ক ওয়েবে মোট নব্বই লক্ষ কার্ডের তথ্য সবাই জানতে পারবে, যাতে মাথায় হাত পড়েছে আমেরিকার কার্ড গ্রাহকদের। এবার তারা সোশ্যাল সিকিউরিটি নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর, সিভিভি নম্বর প্রকাশ করেছে, যে তথ্য এর আগেও প্রকাশ করেছিল। লিক হওয়া তথ্যগুলির মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড নম্বর,কবে মেয়াদ ফুরোচ্ছে, তার তারিখ, সিভিভি নম্বর, গ্রাহকের নাম, ব্যাঙ্কের নাম, কোন রাজ্যে বাস করেন, ইমেল অ্যাড্রেস,এসএসএন ও ফোন নম্বর।
ডার্ক ওয়েবের বিডেন ক্যাশে এই তথ্য ফাঁস করায় বেশ কিছু বড় ধরণের ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। যেমন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া,ফিসারভ সলিউশন এলএলসি, আমেরিকান এক্সপ্রেস। অন্তত পাঁচ লক্ষ আট হাজার ডেবিট কার্ড হ্যাক করা হয়েছে। ভিসা পেমেন্ট নেটওয়ার্ক থেকে একচল্লিশ হাজার চারশো নথি প্রথমে চুরি করা হয়েছে এবং তারপর মাস্টার কার্ড থেকে নথি হ্যাক করা হয়েছে। অধিকাংশ কার্ডের ব্যক্তিগত ইমেল আইডি ফাঁস করা হয়। শেষবার বিডেন ক্যাশ তথ্য ফাঁস করেছিল। সেসময় সফট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব সিঙ্গাপুর, বিশ্বব্যাঙ্কের তথ্য ফাঁস করা হয়।