Home Featured Dawood Ibrahim and Hafiz Saeed: দাউদ, মুম্বই সন্ত্রাস হামলার মূল চক্রী হাফিজকে ভারতের হাতে তুলে দেবে কি পাকিস্তান, জবাবে ঠোঁটে আঙুল পাক নিরাপত্তা প্রধানের

Dawood Ibrahim and Hafiz Saeed: দাউদ, মুম্বই সন্ত্রাস হামলার মূল চক্রী হাফিজকে ভারতের হাতে তুলে দেবে কি পাকিস্তান, জবাবে ঠোঁটে আঙুল পাক নিরাপত্তা প্রধানের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: প্রশ্নের জবাবে ঠোঁটে আঙুল। অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিম এবং ২৬/১১ মুম্বই সন্ত্রাস হামলার মূল চক্রী হাফিজ সঈদকে ( Dawood Ibrahim and Hafiz Saeed) পাকিস্তান( Pakistan) ভারতের হাতে (India) তুলে দেবে কিনা, সে প্রশ্নের জবাব এভাবেই এড়িয়ে গেলেন পাকিস্তানের হোমল্যান্ড সিকিওরিটি এজেন্সির প্রধান মহসিন ভাট। পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান সেদেশের দুই সদস্যের প্রতিনিধি দলের তরফে দিল্লিতে চার দিনের ইন্টারপোলের সাধারণ সভায় (Interpol General Assembly) এসেছিলেন ভাট। সেখানেই সংবাদমাধ্যম তাঁকে ওই দুজনকে নিয়ে প্রশ্ন করে।

ভারতের সন্দেহ দাউদ এবং হাফিজ পাকিস্তানেই গা ঢাকা দিয়ে রয়েছে। তবে মোস্ট ওয়ান্টেড দুই অপরাধী নিয়ে কোনওধরণের মন্তব্য করতেই রাজি হননি পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল। কাশ্মীর সীমান্ত জুড়ে সন্ত্রাসবাদ এবং বিশ্বের বিভিন্ন মঞ্চের পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ তোলায় দিল্লি ও ইসলামবাদের মধ্যে এখন রীতিমতো আদায়-কাচকলা সম্পর্ক। তবু সেই উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ দিল্লিতে ইন্টারপোলের সাধারণ সভায় তাদের দুই প্রতিনিধিকে পাঠিয়েছে। প্রসঙ্গত, প্রতিবছরই ইন্টারপোলের সাধারণ সভায় তাদের কাজকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের সাধারণ সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই সভা। এই সভায় ১৯৫টি দেশের ইন্টারপোলের সদস্য দেশগুলির তরফে মন্ত্রী,পুলিশ প্রধান, দেশের কেন্দ্রীয় ব্যুরোর প্রধান এবং প্রবীণ পুলিশ কর্তারা অংশ নিয়েছেন। পঁচিশ বছর পর ভারতে ইন্টারপোলের সাধারণ সভার আয়োজন করা হয়েছে। এর আগে ১৯৯৭ সালে শেষবার সাধারণ সভা হয়। ১৯৫টি দেশের তরফে এক বা একাধিক প্রতিনিধি সভায় যোগ দিতে পারেন। তাঁদের মধ্যে মন্ত্রী,পুলিশ প্রধান, ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রালের প্রধান ও মন্ত্রিসভার আধিকারিক থাকতে পারেন।

You may also like