Home Entertainment DDLJ Re-release : হল জুড়ে দিলওয়ালে দুলহানিয়ার রাজত্ব, শাহরুখের জন্মদিনে মারাঠা মন্দিরে চলল এই ছবি

DDLJ Re-release : হল জুড়ে দিলওয়ালে দুলহানিয়ার রাজত্ব, শাহরুখের জন্মদিনে মারাঠা মন্দিরে চলল এই ছবি

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : শাহরুখ খানের জন্মদিন বলে কথা। আর তার জন্মদিনে ক্লাসিক কাল্ট কোন ছবি দেখানো হবে না তা কি হয়? শাহরুখের জন্মদিনে মারাঠা মন্দির মুম্বাইয়ের একাধিক মাল্টিপ্লেক্স হলে দেখানো হলো দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। মুম্বাইয়ের পিভিআর, আইনক্স এবং সিনেপলিশ এই হল গুলিতে ২ তারিখ এবার শাহরুখের ছবি চলেছে।

শুধু তাই নয় বক্স অফিসের দিকে যদি নজর রাখা যায় তাহলে কথা মেনে নিতে হয় আজও মারাত্মকভাবে সফল এই ছবি। কারণ তিনটি হল মিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। টিকিট প্রাইস রাখা হয়েছিল ১১২ টাকা করে। সূত্রের খবর অনুযায়ী প্রত্যেকটি হল হাউসফুল গিয়েছে। ২৭ বছর পরেও ছবির সাফল্য দেখে খুশি প্রত্যেকে। এমনকি যশোরাজ ফিল্মের তরফ থেকেই ধন্যবাদ জানানো হয়েছে প্রত্যেককে।

ভারতীয় সিনেমার ইতিহাসে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এক অন্যতম হিট সিনেমা। ছবির অধিকাংশ অংশ সুইজারল্যান্ডের শুটিং করার কারণে। বিদেশেও একটি বিশেষ জায়গা সাজিয়ে রাখা হয়েছে ছবির জন্য। যেখানে পর্যটকেরা দিয়ে ছবি তুলতে পারেন ছবি সেটে।১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল এই ছবি।

শাহরুখ-কাজল ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে অমরেশ পুরী, ফরিদা জালাল, অনুপম খের, মন্দিরা বেদীকে।

You may also like