মহানগর ডেস্ক: চমকে যাবেন না। ঘাবড়াবেনও না। এই আশ্চর্যতম ঘটনাটা অন্য কোথাও নয়, খোদ ভারতবর্ষেই ঘটেছে। আবার বলছি, ঘটনাটি ঘটেছে ভারতেই। ইন্টারনেটে প্রায়ই অদ্ভুত আজব খবর সবাইকে যেমন অবাক করে দেয়, তেমনই একেবারে অন্যরকম খবর-যেমন আমাদের জানা নেই এমন বিয়ের আজব খবর থেকে শুরু করে অদ্ভুত প্রাণীর তাজ্জব করে দেওয়া ভিডিও -আরও অনেক খবর, যা সারাদিন সবাইকে ইন্টারনেটে আটকে রাখে। কিন্তু এবার যে খবরে চমকে পুরো চোদ্দো হয়ে গেছেন নেটিজনরা। আর এই আশ্চর্য ঘটনাটির কথা শেয়ার করেছেন এক আইপিএস অফিসার।
টুইটারে আইপিএস অফিসার রুপিন শর্মা এমন একটি খবরের কথা জানিয়েছেন, তা দেখে কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না নেটানাগরিকরা। টুইটারে তিনি খবরের কাগজ বেরেনো একটি বিজ্ঞাপন দিয়েছেন। ওই আশ্চর্য বিজ্ঞাপনে এক ব্যক্তি নিজের ডেথ সার্টিফিকেট হারিয়ে যাওয়ার কথা লিখেছে। ডেথ সার্টিফিকেট কখন পাওয়া যায়? সবাই জানেন কেউ মারা গেলেই একমাত্র ওই সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু যে মানুষ বেঁচে আছেন, তাঁর ডেথ সার্টিফিকেট হয় কী করে।
কিন্তু অসমের লামডিং বাজারে তাঁর ডেথ সার্টিফিকেট হারিয়ে গেছে বলে বিজ্ঞাপন দিয়েছেন ওই ব্যক্তি। চমকে দেওয়া বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে এ মাসেরই সাত তারিখ। আজব বিজ্ঞাপনে আবার রেজিস্ট্রেশন ও সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে। রূপিন শর্মা আবার ক্যাপশনও দিয়েছেন মজা করে। ক্যাপশন দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র ভারতেই ঘটে। আর টুইটারে এমন আজব অদ্ভুত বিজ্ঞাপনের খবর দেওয়ার পরেই রীতিমতো ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাজ্জব নেটানাগরিকদের কেউ কেউ লিখেছেন, তবে কী ডেথ সার্টিফিকেট হারানোর বিজ্ঞাপন স্বর্গ থেকে দেওয়া হয়েছে! আবার কেউ মজা করে লিখেছেন হারিয়ে যাওয়া ডেথ সার্টিফিকেট পেলে কোথায় সেটা পৌঁছে দেওয়া উচিত? এমন আজব ঘটনা নিয়ে এখনও ঘোর কাটেনি কাটেনি। কাটবে কিনা বলা যাচ্ছে না।