Home Featured Death Of Hybrid Terrorist: পুলিশের হেফাজতে থাকা হাইব্রিড লস্কর জঙ্গির মৃত্যুর তদন্ত চেয়ে বিজেপিকে নিশানা মেহবুবা মুফতির

Death Of Hybrid Terrorist: পুলিশের হেফাজতে থাকা হাইব্রিড লস্কর জঙ্গির মৃত্যুর তদন্ত চেয়ে বিজেপিকে নিশানা মেহবুবা মুফতির

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: সোপিয়ানে জঙ্গিদমন অভিযান চলাকালীন পুলিশের হেফাজতে থাকা হাইব্রিড লস্কর জঙ্গির মৃত্যুর (Death Of Hybrid Terrorist) তদন্ত দাবি করে বিজেপি সরকারকে (BJP) নিশানা করলেন কাশ্মীরের পিডিপি নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (PDP Leader Mehbooba Mufti)। এদিন তিনি জানান কাশ্মীরে পণ্ডিত ও পরিযায়ী শ্রমিকদের মৃত্যু খুবই দুঃখজনক। তবে পুলিশি হেফাজতে থাকা অভিযুক্ত জঙ্গির মৃত্যু “ধরো এবং মারো নীতি”র দিকেই আঙুল তুলছে। এর আগে পঞ্জাবে এই নীতি পঞ্জাবে অনুসরণ করা হয়েছিল। তাঁর মতে, গুজরাত এবং হিমাচল প্রদেশে ভোট যতই এগিয়ে আসছে, ততই বিজেপি হিন্দু-মুসলমানদের মেরুকরণ করে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা চলছে।

হাইব্রিড লস্কর জঙ্গি ইমরান বসির গনাইকে সোপিয়ান জেলার হারমেইনে দুই শ্রমিক খুনের অভিযোগে গ্রেফতার করে জম্মু-কাশ্মীরের পুলিশ। বুধবার সকালে পুলিশ জেলার নৌগাম এলাকার জঙ্গিদমন অভিযান চালানোর সময় জঙ্গিদের গুলিতে নিহত হয় ওই হাইব্রিড লস্কর জঙ্গি। ধৃত হাইব্রিড জঙ্গিকে জেরার পর লাগাতার অভিযান চালানোর সময় আরেক জঙ্গির গুলিতে ইমরান বসির গনাইয়ের মৃত্যু হয় বলে টুইট করে জানিয়েছে কাশ্মীর জোনের পুলিশ। প্রসঙ্গত, হাইব্রিড জঙ্গিরা উগ্রপন্থী হিসেবে তালিকাভুক্ত নয়, তবে তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা জঙ্গি হামলা চালাতে পারে। জঙ্গি চালানোর পর তারা আবার প্রতিদিনকার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। টুইট করে মেহবুবা প্রশ্ন ছুড়ে দিয়েছেন পুলিশ যে দাবি করেছে ওই হাইব্রিড জঙ্গি যখন পুলিশের হেফাজতে ছিল, তখন তাকে জঙ্গিরা কোনও ভাবে মেরে ফেলেছে, তা যুক্তিহীন এবং এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। তাঁর আরও প্রশ্ন, পুলিশের হেফাজতে থাকা কারোকে জঙ্গিরা খুন করতে পারে,তাহলে সাধারণ মানুষের বরাতে কী ঘটতে পারে, তা সহজেই অনুমান করা যেতে পারে।

You may also like