Home Featured ‘বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বলেই মুখে কুলুপ নরেন্দ্র মোদির’, ফেসবুক ভিডিওতে বিস্ফোরক দাবি দেবাংশুর

‘বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বলেই মুখে কুলুপ নরেন্দ্র মোদির’, ফেসবুক ভিডিওতে বিস্ফোরক দাবি দেবাংশুর

by Mahanagar Bangla Desk

মহানগর ডেস্ক: শারদীয়ার আবহে সাম্প্রদায়িক সম্প্রীতি বানচাল হয়েছে ওপার বাংলায়। কুমিল্লার নানুয়ারদিঘী এলাকার একটি পুজো মণ্ডপে বজরং বলির মূর্তির হাঁটুর কাছে রাখা ছিল মুসলমানদের ধর্মগ্রন্থ কোরান শরিফ। এই খবর চাউর হতেই ব্যবস্থা নেয় পুলিশ। সরিয়ে দেওয়া হয় ধর্মগ্রন্থটি। তবে সামাজিক মাধ্যমের সৌজন্যে দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র প্রতিবাদ। সাম্প্রদায়িক বিষোদগার চলে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় দুর্গা মণ্ডপের উপর আক্রমণ। ভেঙে দেওয়া হয় মা দুর্গার মূর্তি এবং পুজো প্যান্ডেলগুলি।

বুধবার এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। মূল অভিযুক্তের নাম ইকবাল হোসেন। ওই পুজো মণ্ডপের বাইরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় ইকবালের ছবি উঠে আসে এবং বাংলাদেশ পুলিশের তৎপরতায় তাকে শনাক্ত করা সম্ভব হয়। সূত্রের খবর অনুযায়ী, ইকবাল হোসেন কুমিল্লা নগরের সুজানগরের বাসিন্দা।

মূল অভিযুক্তের নাম পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দশ মিনিটের ভিডিও পোস্ট করেছেন এবং তাতে দুই দেশের সংখ্যাগুরুদের উদ্দেশ্যেই তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ কোনও দেশের সংখ্যালঘুদের এত সাহস কখনই হবে না যে তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। বাংলাদেশের ঘটনাই তার প্রমাণ। ওপার বাংলার সংখ্যাগুরু মানুষদের যখন বোঝানো হল যে পবিত্র কোরান শরিফটি কোনও হিন্দু তাদের ভগবানের মূর্তির হাঁটুতে রেখেছে, সংখ্যাগুরু মানুষরা সেটা বিশ্বাস করে নিলেন কিন্তু একবার ও ভাবলেন না এই কাজটা করে নিজেদের বিপদ নিজেরাই ডাকবেন না। ঠিক একই ঘটনা ভারতবর্ষেও ঘটে। এইখানে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষকে যখন বোঝানো হয় যে মন্দিরে কোনও মুসলিম সম্প্রদায়ের মানুষ গোমাংস ফেলে রেখে গিয়েছে, তৎক্ষণাৎ কিছু যাচাই না করেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়। ‘

সম্প্রতি বেশ কিছু বাংলাদেশী সংখ্যাগুরু নাগরিক এই যুব নেতার কমেন্ট বক্সে এসে লেখেন উনি কেন অন্য একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করছেন। এই প্রসঙ্গে দেবাংশু বলেন, ‘ ভারত, বাংলাদেশ, পাকিস্তান পূর্বে একটা অখণ্ড দেশ ছিল। ফলে একটা যোগসূত্র রয়েছে বৈকি। তাই চাইলেও আমরা একে অপরের থেকে চোখ বন্ধ করে থাকতে পারব না।’

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতেও ছাড়েন নি তিনি। বাংলাদেশের ঘটনা নিয়ে নরেন্দ্র মোদির মৌনতা নিয়ে তোপ দেগে তিনি বলেন, ‘ আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে চুপ কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। কিন্তু এই একই ঘটনা যদি পাকিস্তানে ঘটত তাহলে উনি বেশ কিছু শব্দ খরচ করতেন কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও অর্থনৈতিক সম্পর্ক নেই। তাই এই বিষয়ে রাজনীতি, প্রশাসন এবং অর্থ এই তিনটির গোঁজামিল সৃষ্টি হয়েছে।’ সবশেষে তিনি বলেন, ‘ প্রত্যেকটি দেশের সংখ্যাগুরু মানুষ এবং সেখানকার প্রশাসনের উচিত নিজ নিজ দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা।’

You may also like