মহানগর ডেস্ক : অনেক দত্তের অপরাজিত ছবিতে সুব্রত মিত্রকে নিশ্চয়ই মনে আছে আপনাদের? যার ক্যামেরার জাদু দেখে সত্যজিৎ রায় পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। আর তার চরিত্রে অভিনয় করেছিলেন দেবাশীষ রায়। ধীরে ধীরে ছোট ছোট কাজ করতে করতে চেষ্টা পর অনীক দত্তের ছবিতে সুযোগ এসেছিল দেবাশীষের। এবার সেই দেবাশীষ যাচ্ছে বলিউডে।
পরিচালক আশীষ কুমার এর হাত ধরে পূর্ণদৈর্ঘ্যের হিন্দি ছবি মাস্কে অভিনয় করেছে সে। ছবিটি এমন এক মানুষকে নিয়ে যার নাম প্রবীণ তিওয়ারি। অভিনয় বৃজেন্দ্র কলা। সে মাস্ক পড়ে না বলেই যত সমস্যা সূত্রপাত। দেবাশীষের চরিত্র এক বাস কন্টাকটারের। যার নাম শম্ভু। রবীন্দ্র সঙ্গে এমনিতে খুব ভালই। রাতে তারা একসঙ্গে বসে মদ খায়। কিন্তু পাড়ায় নিজেকে কেউকে এটা প্রমাণ করাও চাই শম্ভুর। তাই মাস্ক না পড়া প্রবীণকে দিনের আলোতে বাস থেকে নামিয়ে দেয় সে।
২০১৮ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখে দেবাশীষ। প্রথম ছবি বাচ্চা শ্বশুর। এখানে ছোট চরিত্রে অভিনয় করে নজর কারেন দেবাশীষ। তারপর ধীরে ধীরে বহু ছোট ছোট চরিত্রে অভিনয় করে দেবাশীষ মন কেড়েছে। অপরাজিতাতে তার অভিনয় ছিল দেখার মত। অবশেষে বলিউডে পা রাখতে পেরে খুশি দেবাশীষ নিজেও।