মহানগর ডেস্ক : আসছে আলোর উৎসব। তারমধ্যে বঙ্গ থেকে বর্ষা প্রস্থান নিয়েছে। সঙ্গে শুষ্ক আবহাওয়া বেশ কিছুটা তাপমাত্রার হ্রাস ঘটিয়েছে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই সারা রাজ্যে। কিন্তু অশনি সংকেত দেখাতে পারে উত্তর আন্দামান সাগরে ঘণীভূত হতে চলা একটি নিম্নচাপ। সেটি ১৮ অক্টোবর অর্থাৎ আজকেই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। তবে এই নিম্নচাপের জেরে বঙ্গ কতটা ওলোট পালোট হতে পারে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি হাওয়া অফিস। তবে ঘূর্ণাবর্তটি আগামী ২১ তারিখ সুষ্পষ্ট নিম্নচাপ এবং ২২ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ অবস্থান করে তা বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে নিম্নচাপটি সুপার-সাইক্লোনে পরিণত হওয়ার কোনও ইঙ্গিতও যেমন নেই তেমন বৃষ্টি হবে কি না এখনও পর্যন্ত জানান দেয়নি হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা ও তার আশেপাশের আকাশ থাকবে সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা মোটামুটি স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার ছিল সর্বোচ্চ ৮৪ শতাংশ।
এক নজরে আজকের আবহাওয়া-
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৪%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৯%
অন্যদিকে আগামীকাল অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া থাকবে শুষ্ক। হিমালয় পাদদেশের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে নেই তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের সবকটি জেলাও থাকবে শুস্ক। বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস আপাতত নেই বলেই জানিয়েছে মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের পক্ষ থেকে।