Deepika Padukone: গুলির আওয়াজ শুনে বুক ধড়ফড় করছিল দীপিকার, নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে

77
Deepika Padukone: গুলির আওয়াজ শুনে বুক ধড়ফড় করছিল দীপিকার, নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে

মহানগর ডেস্ক: শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন ( Deepika Padukone)। তারপরই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে যে এদিন তিনি তেলেঙ্গানার হায়দ্রাবাদে অভিনেতা প্রভাসের সঙ্গে শুটিং করছিলেন।

আরও জানা গিয়েছে যে শুটিং চলাকালীন হঠাৎ করেই গুলির আওয়াজে অভিনেত্রীর হৃদস্পন্দন বেড়ে যায় ফলে তাঁকে হায়দ্রাবাদের কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁর চেকআপ করেন চিকিৎসক। জানা যায় যে তিনি এখন পুরোপুরি সুস্থ। এমনকি ইতিমধ্যে তিনি শুটিংয়েও ফিরে এসেছেন। তবে এই মুহূর্তে তিনি চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত দীপিকা পাড়ুকোন অথবা তাঁর টিমের পক্ষ থেকে কিছুই আপডেট দেওয়া হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছরেই একাধিক বড় বাজেটের ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। এদিন তিনি ‘প্রজেক্ট – কে ‘ নামক একটি ছবির শুটিং করছিলেন। তবে এছাড়াও হৃতিক রোশনের সঙ্গে ‘ ফাইটার ‘, শাহরুখ খানের সঙ্গে ‘ পাঠান ‘ ইত্যাদি ছবিতেও দেখা যাবে তাঁকে।