Home Entertainment Deepika Padukone : জেল হেফাজতে দীপিকার সহকর্মী, লাইম লাইটে উঠে ট্রিপল এক্সের নাম

Deepika Padukone : জেল হেফাজতে দীপিকার সহকর্মী, লাইম লাইটে উঠে ট্রিপল এক্সের নাম

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউডের পাশাপাশি হলিউডের নিজের পা রেখে ফেলেছেন দীপিকা পাড়ুকোন। ভিন ডিজেলের বিপরীতে ট্রিপল এক্স ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বলিউড মাস্তানি। সেই ছবি ঘিরে অবশ্য আলোচনা কম হয়নি। কারণ শোনা গিয়েছিল এই ছবির পর নাকি ফাটল ধরেছে রণবীর দীপিকার সম্পর্কে। বলি অভিনেত্রী নাকি মন দিয়ে বসেছেন হলিউড তারকাকে। আর ঠিক তারপরেই যাবতীয় জল্পনাকে নস্যাৎ করে সাত পাকে বাঁধা পড়েন রণবীর দীপিকা। তবে বর্তমানে এই ছবি ফের লাইমলাইটে উঠে এসেছে। তার কারণ দীপিকার সহকর্মী ক্রিস উ।

চাইনিজ কমেডিয়ান এই তারকা একাধারে সিঙ্গার এবং অভিনেতা। যিনি ট্রিপল এক্স ছবির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে বর্তমানে ছবির এই সহ অভিনেতা আসামি। তা সাজা ঘোষণা হয়েছে ১৩ বছরের। এই তারকা নিক জোনাসের পরিবর্তে অভিনয় করেছিলেন। তবে যৌন হেনস্থার দায় আপাতত ১৩ বছরের জেলের সাজা ঘোষণা করা হয়েছে চীন আদালতের পক্ষ থেকে। তারপর থেকেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে দীপিকা, ভিন এবং ক্রিসের ছবি।

উল্লেখ্য গত বছর আগস্ট মাসে কাঠগোড়ায় দাঁড় করানো হয় এই চাইনিজ তারকাকে। যদিও প্রথমে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পরবর্তীকালে প্রমাণিত হবার পর ১৩ বছরের জেল ঘোষণা করেছেন মহামান্য আদালত। ১৬ বছর বয়সে এই তারকা এ অপরাধ করেছেন বলে জানা গিয়েছে।

You may also like