Home Entertainment Deepika Padukone : কাতার যাচ্ছেন দীপিকা, উপস্থিত থাকবেন বিশ্বকাপের ফাইনালে

Deepika Padukone : কাতার যাচ্ছেন দীপিকা, উপস্থিত থাকবেন বিশ্বকাপের ফাইনালে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : কাতার ফুটবল বিশ্বকাপের শেষ দিনে মঞ্চে হাজির থাকবেন বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর অনুযায়ী, এদিন অনুষ্ঠানের মঞ্চেও নাকি হাজির থাকবেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে কোন কিছুই ঘোষনা করেননি অভিনেত্রী। তবে খবর যদি সত্যি হয় তাহলে এই প্রথম বিশ্বকাপের অন্তিম দিনের অনুষ্ঠানেও হাজির থাকবেন কোন গ্লোবাল তারকা।

১৮ ডিসেম্বর লুসেল আইকনিক স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। তার আগেই নিজের যাবতীয় কাজ শেষ করে কাতারের কথা রওনা দেবেন তিনি। এএনআই সূত্রে জানা গিয়েছে, এই মঞ্চে আরো কোন বিশেষ তারকা হাজির থাকতে পারেন। যদিও তার নাম ইতিমধ্যে জানা যায়নি।

যদিও দীপিকা এই মুহূর্তে ব্যস্ত তার আগামী ছবি পাঠান নিয়ে। শাহরুখ খান এবং জন আব্রাহামকে দেখা যাবে তার সঙ্গে অভিনয় করতে। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই পাওয়ারপ্যাক অ্যাকশন ছবি। দীর্ঘ বছর পর পর্দায় শাহরুখ দীপিকা জুটি। ‘ওম শান্তি ওম’ এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’,’ হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

You may also like