মহানগর ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের ভবনের একাধিক দেওয়ালে লেপে দেওয়া হয়েছে কালি। ব্রাহ্মণ বিরোধী স্লোগান লেখা দেওয়ালে দেওয়ালে। সোশ্যাল মিডিয়ায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Defaced The Walls Of JNU) একাধিক ভবনে এমন কালি লেপা ও স্লোগানের ছবি ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। শুধু জেএনইউয়ের ভবনই নয়। স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ ভবনের দেওয়ালে চালানো হয়েছে ভাঙচুর এবং ব্রাহ্মণবিরোধী ও বেনিয়া সম্প্রদায়ের বিরোধী (Anti Bramhin Slogan) স্লোগান লেখা হয়েছে। যদিও এ নিয়ে জেএনইউয়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কোনও কোনও দেওয়ালে লেখা- ব্রাহ্মণরা ক্যাম্পাস ছাড়ো। নাহলে রক্তপাত হবে। ব্রাহ্মণরা ভারত ছাড়ো। আমরা বদলা নিতে আসছি।
এই ঘটনার পেছনে বামেদের হাত থাকার অভিযোগ করেছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। জেএনইউয়ের এবিভিপির সভাপতি রোহিতকুমার জানান, কমিউনিস্ট গুন্ডারা শিক্ষাঙ্গনে তাণ্ডব চালিয়েছে। জেএনইউয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ দ্বিতীয় ভবনের দেওয়ালে দেওয়ালে কুরুচিকর কথা লিখেছে। মুক্তচিন্তা অধ্যাপকদের চেম্বারগুলিতে কালি লেপে দিয়েছে তারা। রোহিতকুমার জানান তাঁরা বিশ্বাস করেন শিক্ষাঙ্গনের জায়গাগুলি বিতর্ক ও আলোচনার জন্য ব্যবহার করা উচিত। সমাজ ও পড়ুয়াদের বিষাক্ত করার জন্য নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককমিটিও এই ঘটনার নিন্দা করে টুইট করে বাম গোষ্ঠীর দিকে আঙুল তুলেছে। টুইটারে তারা লিখেছে যখন বাম-উদারপন্থী গোষ্ঠী প্রতিটি বলিষ্ঠ কণ্ঠস্বরকে হুমকি দিয়ে চলেছে,তখন নির্বাচন কমিশনকে প্রতিনিধিদের নির্বাচিত করে পারস্পরিক শ্রদ্ধা ও সভ্যতা, সমানাধিকারকে সম্মান দেওয়ার বিষয়টি নিশ্চিত করা উচিত।