মহানগর ওয়েবডেস্ক: ঘোষিত হল দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। এদিন জাতীয় নির্বাচন কমিশনে বিকেল সাড়ে তিনটের সময় এই বিধানসভার দিন ঘোষণা করতে সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্য কমিশনার। আগামী ২২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার মেয়াদ। এই মুহূর্তে দিল্লি বিধানসভার ভোটার লিস্টে ১,৪৬,৯২,১৩৬ জন ভোটারের নাম রয়েছে। যাদের মধ্যে ৮০.৫৫ লক্ষ পুরুষ, এবং ৬৬.৩৫ লক্ষ মহিলা।
মনে করিয়ে দেই, গত বছর লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনই দখল করেছিল বিজেপি। বিধানসভায় শাসকদল আম আদমি পার্টির সঙ্গে টক্কর হতে চলেছে বিজেপি এবং কংগ্রেসের। মুখ্য কমিশনার জানান, আগামী ১১ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা হতে চলেছে দিল্লি বিধানসভার। আগামী ৮ জানুয়ারি এক দফাতেই ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে বলে তিনি জানিয়েছেন।