Home National DELHI: দূষিত শহরের তালিকায় নেই দিল্লি, দীপাবলিতে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর

DELHI: দূষিত শহরের তালিকায় নেই দিল্লি, দীপাবলিতে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর

by Arpita Sardar
delhi, arvind kejriwal, polluted city

মহানগর ডেস্কঃ দীপাবলি মানেই আলোর উৎসব। এই উৎসবের মরশুমেও চিন্তা বাড়াচ্ছে দিল্লির বায়ুদূষণ। সোমবার পরিবেশ দফতর সূত্রে জানানো হয়েছে, বাতাসে দূষণের মান আগের থেকে বেশ খারাপের দিকেই। তবে এমন পরিস্থিতিতে দিল্লির দূষণ আগের থেকে কমেছে অনেকটাই, এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একটি পরিসংখ্যানের দৃষ্টান্ত তুলে ধরে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন এশিয়ার দূষিত শহর এখন অনেকটাই দূষণমুক্ত। তিনি সোমবার জানান, এশিয়ার সব থেকে দূষিত ১০টি শহরের মধ্যে ৮টি শহরই ভারতের। তবে সেই ৮ টি শহরের মধ্যে নেই দিল্লি।

একটি রিপোর্টের কথা উল্লেখ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে জানান, কয়েক বছর আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল দিল্লি। বর্তমানে সেই ছবি পরিবর্তিত হয়েছে। দিল্লির মানুষের কঠোর পরিশ্রমের জন্যই পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি দেশের রাজধানী দিল্লি যাতে বিশ্বের সেরা শহরগুলির তালিকায় স্থান করে নিতে পারে তার জন্য আরও পরিশ্রম করতে হবে বলে দাবি করেন কেজরিওয়াল। তিনি জানান দিল্লিকে বিশ্বের সেরা শহর হিসেবে তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁদের সরকার।

ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স- এর পরিসংখ্যান ভিত্তি করে তৈরি করা ওই রিপোর্টের ভিত্তিতে ভারতের ৮টি শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি সংলগ্ন গুরুগ্রাম। গুরুগ্রামের সেক্টর ৫১-র দূষণ সব থেকে বেশি বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এরপরেই রয়েছে রেওয়ারি এবং মজফফরপুরের ধরুহেরা। পাশাপাশি বেশ কয়েকদিন ধরেই রাজধানী শহরে বায়ু দূষণ বাড়ছে বলেই জানাচ্ছেন পরিবেশবিদরা। দীপাবলি উৎসবের পরে এই দূষণের মাত্রা আরও বাড়তে পাড়ে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন্ পরিবেশ কর্মীরা।

You may also like