Home Featured Nupur Sharma: কুরুচিকর মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা নূপুর শর্মাকে

Nupur Sharma: কুরুচিকর মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা নূপুর শর্মাকে

by Anamika Nandi
Nupur Sharma: কুরুচিকর মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা নূপুর শর্মাকে

মহানগর ডেস্ক: নবি মহম্মদের বিয়ে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিপাকে নূপুর শর্মা (Nupur Sharma)। তাঁর মন্তব্যের জেরে অশান্ত হয়ে উঠেছে ইসলামিক দুনিয়া। এদিকে জানা গিয়েছে, নিজের মন্তব্যের কারণে তিনি প্রাণনাশের হুমকি (Death Threats) পাচ্ছেন। সূত্র অনুযায়ী, হুমকির ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার দিল্লি পুলিশের (Delhi Police) পক্ষ থেকে সদ্য বরখাস্ত হওয়া বিজেপি নেত্রীকে দেওয়া হয়েছে নিরাপত্তা।

এদিন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘নূপুর শর্মা এবং তাঁর পরিবারকে দেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা। তিনি অভিযোগ জানিয়েছেন যে, তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সেইসঙ্গে তাঁর মন্তব্যের জেরে তাঁকে হেনস্থা হতে হচ্ছে। যে কারণে তাঁর ও তাঁর পরিবারের সুরক্ষার দ্বায়িত্ব নিয়েছে দিল্লি পুলিশ ‘।

আরও পড়ুন: তৃণমূল আসার আগে উত্তরবঙ্গের দিকে কেউ তাকিয়ে দেখেনি: মমতা বন্দ্যোপাধ্যায়

মূলত, বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ বিতর্ক চলাকালীন একটি টেলিভিশন শোতে হজরত মহম্মদকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন মিসেস শর্মা। যাকে কেন্দ্র করে গত শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। যার পর রবিবার বিজেপির মুখপাত্রকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তাতেও শান্ত করা যায়নি ইসলামিক দুনিয়াকে। তাঁর মন্তব্যের রেশ পৌঁছে গিয়েছে আরব পর্যন্ত। এটি একটি আন্তর্জাতিক ইস্যু হয়ে উঠেছে।

আরও পড়ুন: জন্মদিনের পার্টিতে ধর্ষণ অনাথ নবালিকাকে, গ্রেফতার অভিযুক্ত

কাতার, ইন্দোনেশিয়া, কুয়েত, ওমান, বাহরাইন, আফগানিস্তান, সৌদি আরব এবং পাকিস্তান নূপুর শর্মার মন্তব্যের ঘোর বিরোধিতা করেছে। যদিওবা সাসপেন্ড হওয়ার পর তিনি নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। তাঁর কথায়, তিনি কাউকে অসম্মান করতে চাননি। এমনকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করা কোনও উদ্দেশ্যই ছিল না তাঁর। রাগের মাথায় কিছু কথা বলে ফেলেছিলেন। কিন্তু এরপরও পরিস্থিতি শান্ত হয়নি। বরং মিলেছে হুমকি।

তাঁর বক্তব্য, “আমি এবং আমার পরিবার ক্রমাগত মৃত্যুর হুমকি পাচ্ছি। বিষয়টি দিল্লি পুলিশকে জানানো হয়েছে”। এদিকে মিসেস শর্মার মন্তব্যের জেরে বিপাকে পড়েছে কেন্দ্রের শাসক দল। তবে এই মুহূর্তে তাঁকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

You may also like