Home Featured Demonetisation : রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কথা বলেই নোটবন্দি করা হয়েছিল,সুপ্রিম কোর্টে হলফনামা দিল কেন্দ্র

Demonetisation : রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কথা বলেই নোটবন্দি করা হয়েছিল,সুপ্রিম কোর্টে হলফনামা দিল কেন্দ্র

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কথা বলেই নোটবন্দি (Demonetisation) করা হয়েছিল। নোটবন্দি নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টে এ কথা জানাল কেন্দ্রের বিজেপি সরকার (Central Government)। আদালতে তারা জানিয়েছে অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জাল টাকা, জঙ্গি তহবিল আটকাতে, কালো টাকার হদিশ পেতে এবং কর ফাঁকি রুখতে দেশে নোটবন্দি করা হয়েছিল। পাঁচশো ও একহাজার টাকার নোট বাতিল করার পক্ষে সওয়াল করে কেন্দ্রীয় সরকার জানায় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) সঙ্গে বিস্তারিত আলোচনা করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটবন্দি লাগু করার আগে আগাম প্রস্তুতিও নেওয়া হয় বলে শীর্ষ আদালতে জানায় কেন্দ্র। সুপ্রিম কোর্টে ২০১৬ সালে নোটবন্দিকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের প্রেক্ষিতে পেশ করা হলফনামায় একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের তরফে জানানো হয় এটি ছিল একটি আর্থিক নীতি সংক্রান্ত সিদ্ধান্ত, যা ১৯৩৪ সালের আরবিআই অ্যাক্টের সঙ্গে সঙ্গতি রেখেই লাগু করা হয়েছিল। নোটবন্দিকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি চলে পাঁচ বিচারপতি বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চে। আগামী ২৪ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে জানায় সেন্ট্রাল বোর্ড অব রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দিষ্ট সুপারিশেই ওই সিদ্ধান্ত লাগু করা হয়েছিল। প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে দেশ জুড়ে আচমকাই নোটবন্দি ঘোষণা করে মোদী সরকার। এক হাজার ও পাঁচশো টাকা হঠাৎ বাতিল হওয়ায় দারুণ সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বাতিল নোট বদলে ব্যাঙ্কে ব্যাঙ্কে বিশাল লাইন পড়ে। লাইনে ঘণ্টার ঘণ্টা দাঁড়িয়ও অনেককে দিনের পর দিন হতাশ হয়ে ফিরে আসতে হয়। অসুস্থ হয়ে মৃত্যু হয় একশোরও বেশি মানুষ। নোটবন্দি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়ে নরেন্দ্র মোদী সরকার। অনেকেরই প্রশ্ন, যে উদ্দেশ্য নিয়ে নোটবন্দি করা হয়েছিল, তার সুফল কতটা মিলেছে।

You may also like