মহানগর ডেস্ক : হিন্দু ধর্ম মতে ধনতেরাস একটি অত্যন্ত শুভ দিন। এইদিন সোনা বা রুপোর কোন নতুন জিনিস ঘরে আনলে ঘরের শ্রী বৃদ্ধি ঘটে। অনেকেই সেই কথা বিশ্বাস করেন। সেইসঙ্গে বাড়িতে নিয়ে আসেন ধনকুবের দেবতাকে। আবার অনেকে রয়েছেন যারা সোনা-রূপো কেনেন না। তার বদলে বৈদ্যুতিক সামগ্রী বাসনকোসন ইত্যাদি কেনেন।
তবে জানেন কি শুধু সোনা বা রুপো কিনলেই হয়না। জ্যোতিষশাস্ত্র বলছে ভুল জিনিস কিনতে কিন্তু হতে পারে হিতে বিপরীত। তাই জেনে নিন কোন কোন জিনিস কিনলে ভাগ্য ফিরতে পারে।
ধাতু : শুভ সময় দেখে তবেই সোনা কিংবা রুপোর জিনিস কিনুন। কিনতে পারেন লক্ষী বা গণেশের ছাপ দেওয়া সোনার মুদ্রা।
আসবাবপত্র : ধনতেরাসের দিন ঘর সাজাতে পারেন নতুন আসবাবপত্র দিয়ে। কারণ শাস্ত্রে বলে লক্ষ্মী বাস করে পরিষ্কার ঘরে।
বৈদ্যুতিক জিনিসপত্র : টেলিভিশন ,ল্যাপটপ, ফ্রিজ কিনবা যেকোনো ধরনের বৈদ্যুতিক সামগ্রী কিনতে পারেন এই দিনে।
বাসনপত্র : এইদিন রুপো অথবা পিতলের বাসন পত্র কেনাই ভালো।
বিনিয়োগ : বীমা হোক কিংবা ব্যবসা যে কোন খাতে এদিন বিনিয়োগ করতে পারেন।
জ্যোতিষশাস্ত্র মতে এদিন কোন ধরনের তীক্ষ্ণ জিনিস যেমন ছুরি-কাঁচি, কালো রঙের কোনো সামগ্রী, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ইত্যাদি জিনিস না কেনাই ভালো।