মহানগর ডেস্ক : বাংলা ধারাবাহিক মানেই গল্পের গরু গাছে উঠবে। সেই সঙ্গে নিত্যদিন মজার মজার কাণ্ডকারখানা ঘটাবেন বিভিন্ন চরিত্র গুলি। যার জন্য সোশ্যাল মিডিয়ায় সবসময় গরম থাকে। সম্প্রতি সেই তালিকায় নাম লেখালো স্টার জলসার ধারাবাহিক ধূলোকণা। জয়ার নতুন পর্ব নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মাধ্যমে।
তার পেছনে রয়েছে এক মজার কারণ। বাংলা ধারাবাহিকে নানা ধরনে বিয়ের কথা উল্লেখ রয়েছে। আর বিয়ের সঙ্গে বাংলা ধারাবাহিকের যেন এক অন্য রকম সম্পর্ক রয়েছে। কেউ ঘনঘন বিয়ে করেন আবার কেউ না চাইতে বিয়ে করে ফেলেন। এমন বিয়ের উদাহরণ নেহাত কম নয়। তবে এবার তাল কাটল সিঁদুর দানের সময়। এক অভিনব কায়দায় সিঁদুর দান তুলে ধরল ধারাবাহিক ধূলোকণা। সিঁদুর নয়, বরং লাল লিপস্টিক দিয়ে হবে সেখানে সিঁদুর দান। এমনটা শুনেছেন কখনো। তবে এ ঘটনা ঘটেছে বাস্তবে। মানে সিরিয়ালের বাস্তবে।
ধূলোকণা ধারাবাহিকে আরো একবার ছাতনা তলায় বসেছে লালন। এই নিয়ে এটা তার তিন নম্বর বিয়ে। তবে লালনের দিয়ে দেখে রেগে গিয়েছেন দর্শকরা। ধারাবাহিকে হবু বউকে বলতে শোনা যাচ্ছে সিঁদুর থেকে তার এলার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মুখ ফুলে যেতে পারে। তাই সিঁদুর নয়, সে চাই লাল লিপস্টিক দিয়ে তাকে সিঁদুর পরায় তার হবু স্বামী লালন।
তবে হিন্দু শাস্ত্র মতে এমন বিয়ে কেউ আগে দেখেছে কিনা তা জানা নেই। নেটিজেনরা এই নিয়ে চর্চা করতে শুরু করে দিয়েছেন। কেউ লিখেছেন,’ এরপরেও লোকে বাংলা সিরিয়াল দেখবে?’ আবার কেউ কেউ তো লিপস্টিকের জন্য অস্কার ঘোষণা করেছেন। মোটকথা লালনের বিয়ে নিয়ে সোশ্যাল মাধ্যমে মিমের ছড়াছড়ি। আপনি যদি চান আপনিও দেখতে পারেন লালনের লিপস্টিক দান, থুরি লিপস্টিক দিয়ে সিঁদুর দান।