মহানগর ডেস্ক : স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া প্রতি সপ্তাহে যেন আলাদা আলাদা মোড় বদলাচ্ছে। প্রতিনিয়ত এই ধারাবাহিক এমন কিছু ঘটনা তুলে ধরছে যে কারণে টিআরপি তালিকা তো ক্রমে উপরের দিকে উঠে আসে এদের নাম।
পর্দায় সূর্য এবং দীপার প্রেম মুগ্ধ করেছে দর্শকদের। তবে টলিউডের অন্যতম সৌম্যদর্শন দিব্যজ্যোতির মহিলা ভক্তের সংখ্যা নেহত কম নয়। বহু তরুণী ইতিমধ্যে মন দিয়ে বসেছেন তাকে।তবে জানেন কি বাস্তবে এই অভিনেতা কার প্রেমে পাগল? সেই খবর অবশ্য পাওয়া যাবে দিব্য যদি ইনস্টাগ্রামের দিকে নজর রাখলে।
বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রামে একাধিক পোস্ট, রিলে এক বিশেষ মহিলা কেউ সব সময় তার পাশে দেখা যাচ্ছে। আর সেই থেকেই গুঞ্জন উঠেছে মনে হয় লুকিয়ে প্রেম করছে তারা। আর তিনি অন্য কেউ নয়, বরং দিব্যজ্যোতির আগের ধারাবাহিকের সহকর্মী।
দেশের মাটি সিরিয়ালে অভিনয় করেছিলেন অনন্যা দাস। মনে আছে তাকে? আজকাল তার সঙ্গেই বেশি দেখা যাচ্ছে দিব্যজ্যোতিকে। অনেকেই অনুমান করছেন হয়তো বিশেষ কোনো সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে। তবে অভিনেতার এ ব্যাপারে স্পষ্ট জবাব। তারা ভীষণ ভালো বন্ধু। কোন ‘অন্যরকমের সম্পর্ক’ নেই তাদের মধ্যে।