Home Entertainment Didi no.1: নিজের রিয়ালিটি শোতে প্রশ্ন করতে দেওয়া হলোনা রচনাকে! কিন্তু কেন ?

Didi no.1: নিজের রিয়ালিটি শোতে প্রশ্ন করতে দেওয়া হলোনা রচনাকে! কিন্তু কেন ?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান। টানা ১০ বছর ধরে একরকম রাজত্ব করে চলেছে এই রিয়ালিটি শো। যার সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ দর্শক। সবাই সাবলীল স্বাচ্ছন্দভাবে এখানে নিজের ভালোলাগা মন্দল লাগা খারাপ দিনের গল্প ভাগ করে নেন সকলের সঙ্গে। টিআরপির তালিকা তেও বরাবর নিজের সেটার জায়গা ধরে রেখেছে এই রিয়ালিটি শো। তবে এবার নিজের শোতেই থামিয়ে দেওয়া হলো রচনাকে। দেওয়া হলো প্রশ্ন করতে বাধা। কিন্তু কেন?

সম্প্রতি এই মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। নতুন শুরু হওয়া ধারাবাহিক সোহাগ জলের টিম এসেছিল এখানে। সেখানে তৈরি হয় এই পরিস্থিতি। যেখানে রচনাকেই প্রশ্ন করতে থামিয়ে দেন শ্রীতমা। অভিনেত্রীকে তার ব্যক্তিগত বিষয় প্রশ্ন করেন রচনা। তখন শ্রীতমা জানান,’ না আমার সম্পর্কে আর তোমার কিছু জানার নেই। এবার আর তুমি কোন প্রশ্ন করবে না। আমি বলব এবার বল। তারপর তুমি বলবে’।

তবে বিষয়টা মোটেই এতটা গুরু গভীর নয়। সমস্ত ঘটনায় ঘটেছে মজার ছলে। আর শ্রীতমার পেছনে লাগছিলেন রচনা থেকে সোহাগ জল টিমের প্রত্যেক সদস্যরা। হানি বাবনা সেটা ভট্টাচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ২৮ শে নভেম্বর থেকে শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক।

You may also like