Home Latest News DIGITAL CENSUS: শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের ডিজিটাল জনগণনার কাজ, NRC-CAA নিয়ে জল্পনা তুঙ্গে

DIGITAL CENSUS: শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের ডিজিটাল জনগণনার কাজ, NRC-CAA নিয়ে জল্পনা তুঙ্গে

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ দেশজুড়ে জনগণনার কাজ শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফে। এবার সমস্ত জনগণনার কাজটাই হতে ডিজিটাল মাধ্যমে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এমনটাই জানানো হয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে। সূত্রের খবর, ডিজিটাল ডেটা বেস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এমনিতেই করোনার কারণে দু’দুটো বছর পিছিয়ে গিয়েছে জনগণনার কাজ। তাই পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের জনগণনার কাজ সেরে ফেলতে উদ্যোগী কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, নাগরিকদের জন্মএর তারিখ, মৃত্যুর তারিখ, ভোটার তালিকা, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড সহ সমস্ত তথ্য একসঙ্গে করে ডিজিটাল ডেটাবেস তৈরি করা হবে।

যেহেতু ভারতের মত জনঘনত্বপূর্ণ দেশে জন গণনা রীতিমত একটা চ্যালেঞ্জের বিষয় সেহেতু উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে জনগণনার সময় আরও কমানো হবে। জনগণনার কাজে ব্যবহার করা হবে বিশেষ মোবাইল অ্যাপ। ১৬টি ভাষার এই অ্যাপে করা যাবে কাজ। দেশের রেজিস্ট্রার জেনারেল এই ডেটাবেসের দায়িত্বে থাকবেন। এই রেজিস্ট্রার বিভিন্ন রাজ্যের রেজিস্ট্রারদের সঙ্গে সমন্বয় রেখেই দেটাবেস তৈরির কাজ করবেন বলে জানা গেছে। আধার, রেশন, ভোটার তালিকা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের দায়িত্বে থাকা সংস্থার থেকে তথ্য নিয়ে নিয়মিত ডেটাবেস আপডেট করা হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকের একাংশের দাবি, জনগণের তথ্যপঞ্জির এই উদ্যোগ আসলে এনআরসি-র আগের ধাপ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, বৈধ নাগরিকদের সম্পূর্ণ তথ্যপঞ্জি তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সংসদে বিষয়টা পেশ করা হলে ফের সুর চড়াতে পারে বিরোধীরা।

You may also like