Home Featured Sri lanka: দ্বীপরাষ্ট্রের নয়া প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে

Sri lanka: দ্বীপরাষ্ট্রের নয়া প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে

by Anamika Nandi

মহানগর ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজাপক্ষ পরিবারের ঘনিষ্ঠ দীনেশ গুণবর্ধনে। ২০২০-র সংসদ নির্বাচনের পর বিদেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। কয়েক মাস আগে তাঁকে দেওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রকের দায়ভার। গত এপ্রিলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পর এবার দ্বীপরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি তাঁকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে।

সম্প্রতি দেশের অবস্থা দেখে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। গত এপ্রিল একসঙ্গে ইস্তফা দিয়েছিলেন শ্রীলঙ্কার মন্ত্রিসভার ২৬ সদস্য। সেসময় তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ইস্তফা দেননি। পরিস্থিতি ঠিক করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন তিনি। যার জন্য দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন কিছু জনের মধ্যে। সেই তালিকায় নাম ছিল দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রীর। দীর্ঘ কয়েক মাসের বিক্ষোভের পর অবশেষে রাষ্ট্রপতির পদ ছেড়েছেন রাজাপক্ষে। এবার নতুন কিছু হওয়ার আশায় রয়েছে আমজনতা।

আর্থিক সংকট চরমে পৌঁছেছে শ্রীলঙ্কায়। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে আমজনতা। এই আবহে বিক্রমসিংহে প্রধানমন্ত্রীর দায়ভার দিয়েছেন দীনেশ গুণবর্ধনের কাঁধে। শুক্রবার তাঁর মন্ত্রিসভার বাকিদের নামও জানা যাবে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, আর্থিক বিপর্যয়ে ধসে যাওয়া দেশকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভরসার পাত্র দীনেশ গুণবর্ধন। গত বুধবার শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমসিংহে।

পূর্ববর্তী রাষ্ট্রপতি রাজাপক্ষে ইস্তফা দেওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি। বুধবার সরাসরি রাষ্ট্রপতি পদে বসেছেন বিক্রমসিংহে। বিগত দিনে শ্রীলঙ্কার হাল আরও খারাপ হয়েছে। সংসার চালাতে দেহ ব্যবসায় নেমেছে নাকি মহিলারা। রাজধানী কলম্বোয় গজিয়ে উঠেছে নিষিদ্ধপল্লী। অবশেষে সংসার বাঁচাতে নিজেদের শরীর বিক্রি করছেন তাঁরা। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করার বড় চ্যালেঞ্জ নিয়েছেন বিক্রমসিংহে ও গুণবর্ধনে।

You may also like