Home Uncategorized Dipotsav In Ayodhya : দেওয়ালির আগে অযোধ্যায় জ্বলল পনেরো লক্ষ দীয়া, গিনেস বুকে রেকর্ড যোগী রাজ্যের

Dipotsav In Ayodhya : দেওয়ালির আগে অযোধ্যায় জ্বলল পনেরো লক্ষ দীয়া, গিনেস বুকে রেকর্ড যোগী রাজ্যের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: আলোয় আলোয় ভেসে যাচ্ছে অযোধ্যা (Dipotsav In Ayodhya)। আলোর উৎসবে গোটা দেশ যখন মেতে উঠতে চলেছে, তখন রামের অযোধ্যাই বা পিছিয়ে থাকবে কেন! এবার দেওয়ালির আগের রাতে সেই অযোধ্যার রাম কি পৌরি ঘাটে একসঙ্গে জ্বালানো হল পনেরো লক্ষ দীয়া (মাটির প্রদীপ), (Fifteen Lakhs Earthen Lights Glitter) যা গিনেস বুক অব রেকর্ডের আগের রেকর্ড ভেঙে দিয়েছে। অবধ বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছাসেবকরা এসে জ্বালালেন পনেরো লক্ষ মাটির প্রদীপ। প্রসঙ্গত, আদিত্যনাথ যোগী (Yogi Aditya Nath) দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এবার অযোধ্যায় প্রথম দীপোৎসব।

লেসার শো ও আতসবাজি রোশনাইয়ে এই দীপোৎসবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পনেরো লক্ষেরও বেশি মাটির তৈরি করার কাজে নিয়োজিত ছিলেন কুড়ি হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক। শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে মাটির প্রদীপ জ্বালানো হয়। দীপোৎসবে পাঁচটি অ্যানিমেটেড ট্যাবলো ও এগারোটি রামলীলা ট্যাবলোয় বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণকারীরা এসে নাচ করেন। এদিকে অনুষ্ঠানে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তরফ থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শংসাপত্র দেওয়া হয়। দীপোৎসবে যোগ দিতে অযোধ্যায় উড়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেওয়ালি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন রাম কারোকে পেছনে ফেলে রেখে আসেননি। কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেননি। সব মিলিয়ে এবার দেওয়ালিতে দীয়ার এমন আতিশয্যে গোটা যোগীরাজ্য আলোকিত হয়ে উঠেছে। অযোধ্যা-সহ সমস্ত শহরেও দেওয়ালিতে আলোর মালায় সেজে উঠেছে।

You may also like