Home Featured Exit Poll Of Gujarat Election : আপের চ্যালেঞ্জ উড়িয়ে গুজরাতের কুর্সি ফের বিজেপির দখলে, একজিট পোলে ইঙ্গিত

Exit Poll Of Gujarat Election : আপের চ্যালেঞ্জ উড়িয়ে গুজরাতের কুর্সি ফের বিজেপির দখলে, একজিট পোলে ইঙ্গিত

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বিরোধী ফ্যাকটর এবং অরবিন্দ কেজরিওয়ালের কড়া চ্যালেঞ্জের হুমকি উড়িয়ে ফের গুজরাতে শেষ হাসি হাসতে চলেছে বিজেপি। সপ্তমবার গুজরাতের কুর্সি কার দখলে, তা নিয়ে এমনই আভাস দিয়েছে একাধিক একজিট পোল (Exit Poll Of Gujarat Election)। তাদের আগাম পূর্বাভাস, ভোটে বিজেপির দখলে একশো একত্রিশটি আসন, কংগ্রেস তাদের থেকে বেশ কিছুটা দূরে, তারা পেতে পারে একচল্লিশটি আসন (Big Success Of BJP)। বড়রকমের ধাক্কা খাওয়ার সম্ভাবনা গুজরাত দখলের হুঙ্কার দেওয়া আপের (App Failed)। তাদের দখলে আসতে পারে ছটি আসন। পি-মার্কের এগজিট পোল জানাচ্ছে ভোটে বিজেপির দখলে থাকছে ১২৮টি থেকে ১৪৮টি আসন, কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৪২টি আসন, আপের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে দুটি থেকে চারটি আসন। অন্যদের জুটতে পারে তিনটি আসন। ইটিজির একজিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে ১৩১টি, কংগ্রেস ৪১টি আসন এবং আপ ছটি থেকে তেরোটি আসন। অন্যান্যরা পেতে পারে চারটি আসন।

অন্যদিকে জন কি বাতের এগজিট ১১৭টি থেকে ১৪০টি আসন পেতে পারে বিজেপি, কংগ্রেসের দখলে আসতে পারে ৩৪টি থেকে ৫১টি আসন। আপ পেতে পারে তিন থেকে পাঁচটি আসন। অন্যান্যদের বরাতে জুটতে পারে এক থেকে বারোটি আসন। টিভি নাইনের এগজিট পোলেও বিজেপি ১২৫ থেকে ১৩০টি আসন, কংগ্রেস ৪০ থেকে ৫০টি আসন ও অন্যান্যরা তিন থেকে সাতটি আসন পেতে পারে বলে আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বরাবরই এ রাজ্যে বিজেপির সঙ্গে কংগ্রেসের দ্বিমুখি লড়াই হয়ে এসেছে। কিন্তু এবার আসরে নতুন দল হিসেবে এসেছে আম আদমি পার্টি। এবারের ভোটে গেরুয়া শিবিরের তুরূপের তাস ছিল উন্নয়ন এবং ব্র্যান্ড মোদী। তেমনই আপের প্রতিশ্রুতি ছিল একগুচ্ছ বিনামূল্যে পরিষেবা। তাদের আশা, পঞ্জাবের মতো গুজরাতেও তারা শাসকদলের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে। যদিও একাধিক এগজিট পোলে তাদের ভরাডুবিরই আভাস দেওয়া হয়েছে। স্পষ্ট ছবিটা বোঝা যাবে আগামী আট তারিখ। সেদিনই বোঝা যাবে গুজরাতের মানুষ কুর্সিতে কাদের দেখতে চান।

You may also like