Home Featured Prophet Row: ‘জীবিত অবস্থায় সুরাটে থাকতে চাস?’, নূপুর শর্মার ছবি শেয়ার করায় হুমকি ব্যবসায়ীকে

Prophet Row: ‘জীবিত অবস্থায় সুরাটে থাকতে চাস?’, নূপুর শর্মার ছবি শেয়ার করায় হুমকি ব্যবসায়ীকে

by Anamika Nandi
Prophet Row: 'জীবিত অবস্থায় সুরাটে থাকতে চাস?', নূপুর শর্মার ছবি শেয়ার করায় হুমকি ব্যবসায়ীকে

মহানগর ডেস্ক: নবীর বিয়ে নিয়ে নূপুর শর্মার (Nupur Sharma) আপত্তিকর মন্তব্যের জের এখনও জারি রয়েছে। এবার বিজেপির প্রাক্তন নেত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রাণনাশের হুমকি পেলেন এক ব্যবসায়ী। গ্রেফতার হয়েছে তিনজন। পুলিশকে সুরাটের (Surat) ওই ব্যবসায়ী জানিয়েছেন, তিনি একটি বিনোদন পার্ক চালান। যার একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। সেই পেজেই মিসের শর্মার ছবি আপলোড করেছিলেন তিনি। আর তারপরই তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সাত জন ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি দেয়। এমনিতেই দেশের নানা প্রান্তে পয়গম্বর বিতর্ককে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে সুরাটের ওই ব্যবসায়ী খুনের হুমকি পেলে আতঙ্কিত হয়ে পরেন। সময় নষ্ট না করে সোজা চলে যান পুলিশের কাছে। দায়ের করেছেন অভিযোগ।

প্রসঙ্গে উমরা থানার ইন্সপেক্টর জে আর চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যেই সাত জনের মধ্যে থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনের নাম মহম্মদ আয়ান আতসবাজিওয়ালা, অন্যজন রশিদ ভুরা এবং এক মহিলা আলিয়া মহম্মদ। অভিযুক্তদের বিরুদ্ধে ৫০৪, ৫০৬ ও ৫০৭ ধারায় মামলার রুজু হয়েছে। খোঁজ চলছে বাকিদের। প্রসঙ্গত, হজরত মহম্মদের বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা। যার জেরে দেশের নানা প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এমনকি মিসেস শর্মাকে গ্রেফতারের দাবীতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। এমনকি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য এককভাবে দায়ী মিসেস শর্মা।

ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বিজেপির প্রাক্তন নেত্রী। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন আমজনতা। আর এই আবহে অ্যামিউজমেন্ট পার্কের ইনস্টাগ্রাম পেজে তাঁর ছবি আপলোড হলে, ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও পোস্টটি সঙ্গে সঙ্গেই ডিলিট করে দেওয়া হয়। এমনকি ওই পোস্টের জন্য ক্ষমাও চান আপলোডকারী। কিন্তু তা সত্ত্বেও তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। আপলোডকারীকে প্রশ্ন করা হয় “জীবিত অবস্থায় সুরাটে থাকতে চাও?”

You may also like