Home Featured Dog Is Ringing Bell: মন্দিরে নেচে নেচে ঘণ্টা বাজিয়ে চলেছে কুকুর, ভাইরাল ভিডিও দেখে থ নেটিজেনরা!

Dog Is Ringing Bell: মন্দিরে নেচে নেচে ঘণ্টা বাজিয়ে চলেছে কুকুর, ভাইরাল ভিডিও দেখে থ নেটিজেনরা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: জীবজন্তুদের নানা কাণ্ড (Acts Of Animals) মাঝেমাঝেই সবাইকে অবাক করে দেয়। হয়তো তা নিয়ে তাদের মধ্যে কোনও সচেতন বোধ কাজ করে না। কিন্তু বাইরে থেকে দেখে অনেকেই আহ্লাদিত হয়ে ওঠেন। কিছুদিন আগে উত্তরপ্রদেশের কানপুরের একটি মন্দিরে ভক্তদের পাশাপাশি একটি ছাগলকে প্রায় আজানুলম্বিত হয়ে প্রণামের ভঙ্গি করতে দেখা গিয়েছিল। ছাগলের এহেন “প্রণাম” করা নেটিজেনদের কাছ থেকে একইসঙ্গে বিস্ময় ও তারিফ আদায় করে নিয়েছিল। তারপর অসমের তেজপুরে একটি কুনকি হাতিকে লাইনে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার (Elephant Ate PaniPuri) ভিডিও ঘিরে দারুণ আলোড়নের সৃষ্টি হয়েছিল। দুদিন আগেও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেখানে এক সিআইএসএফ জওয়ানের শারীরিক কসরতের সঙ্গে তাল মিলিয়ে একটি কুকুরকে ব্যায়াম করতে দেখা যায়।

এমনকী তারও আগে মেট্রো স্টেশনে মানুষের পাশাপাশি একটি বানরকে টিকিট চেকিং বক্স পেরোতে দেখা গিয়েছিল। এমনভাবেই কৌতূহল ও কৌতুকের সৃষ্টি করে দালের মেহেন্দির গানের সঙ্গে পুলিশের সঙ্গে সমান তালে একটি কুকুরের নাচ। তবে এমন ঘটনা খুব কমই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এবারে যে ভিডিও টুইটারে দেখা গিয়েছে, সেটি দেখে রীতিমতো তাজ্জব নেটিজেনরা। যে টুইটার ভিডিও দেখার পর যে কারোরই মনে ছাপ ফেলতে বাধ্য। সেটি হল একটি মন্দিরে মানুষের মতো ঘণ্টা বাজাচ্ছে একটি কুকুর (Dog Is Ringing Bell)। টুইটারটি পোস্ট করেছে বুইটেনজেবিয়েডেন।

ভিডিওয় দেখা গিয়েছে কুকুরটি বেশ আনন্দে মন্দিরের ঘণ্টা বাজিয়ে চলেছে। মনে হচ্ছে একজন ভক্ত অতি ভক্তিতে ঘণ্টা বাজিয়ে চলেছে। ভিডিওটির অল্পসময়ের মধ্যে ৮৮৪ হাজার ভিউ হয়েছে। ঘণ্টা বাজাতে বাজাতে সারমেয়টি মাঝেমাঝে লাফও দিচ্ছে। যা দেখে এককথায় বলা যেতে পারে, দারুণ ব্যাপার। ওই ভাইরাল হওয়া ভিডিও ভিউ এখন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। একটার পর একটা কমেন্টও চলছে। কেউ লিখেছেন দারুণ ব্যাপার। দুর্দান্ত ব্যাপার। এক ইউজার লিখেছেন তিনি রীতিমতো উপভোগ করেছেন ভিডিওটি। এক অ্যানিম্যাল বিহেবিয়ার এক্সপার্ট তিনিও মন্দিরে ঘণ্টা বাজাতে চান। কেউ লিখেছেন, অপূর্ব! এমন ক্লিপের জন্য তিনি মন থেকে ধন্যবাদ জানাচ্ছেন।

You may also like