Home Featured Horror Video : মানুষের কাটা মুণ্ডু মুখে নিয়ে ছুটে চলেছে কুকুর, মেক্সিকোর রাস্তায় হাড় হিম দৃশ্য!

Horror Video : মানুষের কাটা মুণ্ডু মুখে নিয়ে ছুটে চলেছে কুকুর, মেক্সিকোর রাস্তায় হাড় হিম দৃশ্য!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: গায়ে কাঁটা দেওয়া ভয়ঙ্কর এক দৃশ্যের সাক্ষী হলেন মেক্সিকোর (Mexico) মানুষ! শিহরণ জাগানো ভিডিওটি দেখার পর অনেকেরই রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। ঠিক যেন হরর ছবির দৃশ্য। হ্যাঁ, ঠিক সেইরকমই আতঙ্ক জাগানো ব্যাপার। এই ভয়ঙ্কর দৃশ্যটি ভিডিওয় তোলা হয়েছে, যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে রাতের আলো আঁধারি রাস্তা দিয়ে মুখে মানুষের কাটা মুণ্ডু নিয়ে একটি কুকুর (Dog Runs Holding In Mouth Of Man Head) এগিয়ে যাচ্ছে। খুব সম্ভবত সেটি খাবার জন্য সে নিরাপদ একটি জায়গা খুঁজছে। যদিও পুলিশ শেষপর্যন্ত তার মুখ থেকে কাটা মুণ্ডুটি ছাড়িয়ে নিতে সক্ষম হয়। ওই ভয়ঙ্কর দৃশ্যটি ভিডিওয় তোলা হয়েছে মেক্সিকোর হিংসাদীর্ণ (Violent Area Of Mexico) জেকাটেকাস থেকে।

জানা গিয়েছে ওই এলাকা থেকেই কুকুরটি মানুষের কাটা মুণ্ডুটি মুখে নিয়ে সেটি খাওয়ার জন্য পছন্দমতো জায়গা খুঁজছিল। পুলিশ ব্যাপারটা আঁচ করার আগে কাটা মুণ্ডটি নিয়ে পালিয়ে যায় ওই কুকুরটি। প্রত্যক্ষদর্শীর বিবরণ উদ্ধৃত করে মেক্সিকোর সংবাদপত্র এল ইউনিভার্সাল এ খবর জানিয়েছে। এক পুলিশ অফিসার জানিয়েছেন দেহের অংশ ও কাটা মুণ্ডুটি মোন্টে এসকোবেডোয় একটি স্বয়ংক্রিয় টেলার বুথে রেখে দেওয়া হয়। তবে খুন হওয়া ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। নিহতের বয়স ও সেটি নারী না পুরষ, তা জানার জন্য কুকুরের মুখ থেকে উদ্ধার করা কাটা মুণ্ডুটি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি নোট পেয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে খুনটি পরিকল্পিত অপরাধেরই ফল। গুয়েরোয় দুই গোষ্ঠীর মধ্যে প্রবল রক্তক্ষয়ী সঙ্ঘর্ষ চলছে ঠিক তখনই এই কাটা মুণ্ডুর ঘটনাটা সেইসময়ই প্রকাশ্যে এল। সঙ্ঘর্ষে একজন প্রাক্তন মেয়র-সহ আঠেরোজনের মৃত্যু হয়। সাম্প্রতিক সময় জাকাটেকাসে হিংসাত্মক ঘটনা বেড়েছে। মাদক মাফিয়া সিনালোয়া ও জালিস্কো গোষ্ঠীর মধ্যে হিংসাত্মক সঙ্ঘর্যের কারণে পরপর মৃত্যু ঘটে চলেছে।

You may also like