মহানগর ডেস্কঃ সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স একাডেমী এবার রাজ্য সরকারের তরফে বিশেষ সম্মানে সম্মানিত হতে চলেছে। প্রতি বছর পুজো কার্নিভালে ডোনা গঙ্গোপাধ্যায়ের এই নাচের গ্রুপ পারফর্ম করে। এই বছরও রেড রোডে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য কার্নিভাল। আর সেখানে এই গ্রুপের পারফরম্যান্স দেখা যায়। এই কার্নিভালে বিশেষ পারদর্শিতার জন্যই রাজ্য সরকারের তরফে বিশেষ সম্মান দেওয়া হবে এই গ্রুপকে। যদিও শারীরিক অসুস্থতার জন্য এই বছর কার্নিভালে পারফর্ম করতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী।
এদিকে গতকালই জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকছেন না মহারাজ। এই খবর একদম সুনিশ্চিত বলা যেতেই পারে। আর এই বিষয়টা নিয়ে খেলার দুনিয়ার পাশাপাশি রাজনৈতিক মহলেও প্রবল আলোড়ন তৈরি হয়েছে। বিজেপিতে যোগ না দেওয়ার কারণেই বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন রাজ্যের শাসক দলের একাংশ। আর এই জল্পনাকে ঘিরেই পাল্টা সরব রাজ্যের বিরোধী দলের একাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ভারতীয় ক্রিকেটের সিংহাসন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া নিয়ে যখন তোলপাড় গোটা রাজনৈতিক মহল, তখন কিছুটা রাজনৈতিক সহমর্মিতা দেখিয়ে তাঁর স্ত্রীকে এই বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এ যেন একটা মাস্টার স্ট্রোক রাজ্যের শাসক দলের।
যদিও এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও বিজেপিতে যোগ না দেওয়ার কারণে মহারাজের বিসিসিআই প্রেসিডেন্ট পদ খোওয়া যাওয়ার এই দাবিকে অস্বীকার করেছে রাজ্য বিজেপি। তাঁরা দাবি করেছেন, এই বিষয়টি বিজেপিকে কলঙ্কিত করার একটা উপায় মাত্র। তাঁদের দাবি রাজ্যের শাসকদলের এমন বক্তব্যে আসলে আঘাত পাবেন সৌরভ ভক্ত ক্রিকেটপ্রেমীরা।