Home Featured Prophet Remark Controversy : জঙ্গিদের সামনে কখনই মাথা নত হবে না, ভারতের পাশে নেদারল্যান্ড

Prophet Remark Controversy : জঙ্গিদের সামনে কখনই মাথা নত হবে না, ভারতের পাশে নেদারল্যান্ড

by Anamika Nandi
Prophet Remark Controversy: জঙ্গিদের সামনে এখনই মাথা নত হবে না, ভারতের পাশে নেদারল্যান্ড

মহানগর ডেস্ক: হজরত মহম্মদের বিয়ে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে প্রাথমিক সদস্যপদ বাতিল হয়েছে বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma)। এদিকে তাঁর মন্তব্যের জেরে আন্তর্জাতিক আঙ্গিনায় ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে। হাওয়া এতটাই গরম যে কুয়েতের সুপার মার্কেট ভারতীয় পণ্য বিক্রিতে ‘না’ করেছে। যার পর মিসেস শর্মাকে গ্রেফতারের দাবি উঠেছে। আবার অন্যদিকে প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। এই সমস্তকিছুর মাঝে উল্টো সুর গাইলেন নেদারল্যান্ডের ডানপন্থী নেতা গির্ট উইলডার্স (Geert Wilders)। যেখানে ইসলামিক দুনিয়া ক্ষোভে ফেটে পড়েছে সেখানে দাঁড়িয়ে ডাচ নেতার বক্তব্য, “সত্যি কথা বলে বিপাকে পড়েছেন নূপুর”।

নেদারল্যান্ডের ডানপন্থী নেতা উইলডার্সের কথায়, নূপুর শর্মার বক্তব্যের পর ইসলামিক দেশগুলি ভারতের সঙ্গে যা করছে তা অত্যন্ত ‘হাস্যকর’ একটি বিষয়‌। টুইট করে তিনি লেখেন, ‘সব সময় সকলকে সন্তুষ্ট করে কাজ করা চলে না। তাতে ক্ষতিই হয়। অর্থাৎ আমার ভারতের বন্ধুরা ভয় পাবেন না ইসলামিক দেশগুলিকে। স্বাধীন বক্তব্য পেশ করুন। নিজেদের নেত্রীর প্রতি গর্বিত হন এবং তাঁর পাশে দাঁড়ান’। এদিন ভারতের সঙ্গ দিয়ে ইসলামিক দেশগুলির প্রতি এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছেন উইলডার্স।

আরও পড়ুন: ভারতে দ্বিতীয়, নিউটাউনে এয়ারক্রাফট মিউজিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

তাঁর বক্তব্য, মুসলিম দেশগুলি হচ্ছে ‘ভণ্ড’। সেখানে গণতন্ত্র, আইনি শাসন, নাগরিকদের কোনও স্বাধীনতা নেই। সেখানে সংখ্যালঘুরা শুধু নির্যাতিত হয়। এরা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে থাকে, তা আর কেউ করে না। নেদারল্যান্ডের তৃতীয় বড় রাজনৈতিক দল ‘পার্টি ফর ফ্রিডম’-এর প্রতিষ্ঠাতা গির্ট উইলডার্স। ১৯৯৮ দিয়ে ডাচ সংসদের প্রতিনিধি তিনি। নিজের দেশে কট্টোর ইসলামবিরোধী বলে তাঁর পরিচিতি। ফলত তাঁর বিজেপি নেত্রীর পাশে দাঁড়ানোটা স্বাভাবিক।

প্রসঙ্গত, বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল ও নূপুর শর্মার কুরুচিকর মন্তব্যের জেরে উত্তাল গোটা দেশ। এর আঁচ পৌঁছেছে আন্তর্জাতিক মহলেও। যার পর ২ বিজেপি মুখপাত্রের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে আবার জানা গিয়েছে হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর টুইট করেছেন আরও এক বিজেপি নেতা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন জানিয়ে ভারত সরকারকেও নেত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে নেদারল্যান্ড।

You may also like