Highlights |
|
|
|
মহানগর ওয়েবডেস্ক: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে একেই জ্বলছিল দেশ৷ তাতে আরও ঘি ঢালল রবিবার রাতের দিল্লির জেএনইউয়ে মুখোশধারী গুন্ডাদের তাণ্ডব৷ এই অবস্থায় মোদী সরকারের বিরুদ্ধচারণ করে একে একে সরব হচ্ছে বিশিষ্টজনেরা৷ এবার ফের মুখ খুললেন লেখক চেতন ভগত৷ “পাশে সরিয়ে রাখুন নাগরিকত্ব সংশোধনী আইন, নিজেদের ইগো বজায় রাখার জন্য দেশকে জ্বালাবেন না”, মোদী সরকারকে নিশানা করে তোপ দাগলেন চেতন ভগত৷
নিজেদের টুইটার হ্য়ান্ডেল থেকে টুইট করেন চেতন ভগত৷ তিনি লেখেন, নাগরিকত্ব সংশোধনী আইন সরান সরকারীভাবে, ঘোষণা করুণ, এনআরসি লাগু হবে না, কারণ এর জন্য যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে আমরা এর জন্য তৈরি নই৷ এর বদলে আসন্ন বাজাটে ফোকাস করুন৷ এরপরই মোদী সরকারকে তীব্র নিশানা করেন চেতন লেখেন, নিজেদের ইগো বজায় রাখার জন্য দেশকে জ্বালাবেন না৷
Time to see obvious.
Put CAA aside, officially. Major communication gaps.
Announce NRC won’t come, as execution issues, anxiety created and the chances of abuse means we are not ready for it.
Focus on upcoming budget.
It’s not worth it. Can’t let a country burn to save ego.
— Chetan Bhagat (@chetan_bhagat) January 6, 2020
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন আসার পর থেকেই এর বিরোধীতায় রাস্তায় নেমেছে কাতারে কাতারে মানুষ৷ প্রতিবাদ মিছিলে নেমে আক্রান্তও হতে হয়েছে বহু মানুষকে৷ উত্তরপ্রদেশে বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের৷ এছাড়া সিএএর প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে ব্যাপকভাবে আক্রান্ত হতে হয় দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজের পড়ুয়াদের৷ দেশজুড়ে সিএএকে ঘিরে তৈরি হয় উত্তাল পরিস্থিতি৷ এদিকে রবিবার রাতে জেএনইউয়ের ক্যাম্পাসে ও হস্টেলে ঢুকে মুখোশধারী গুন্ডারা ব্যাপকভাবে তাণ্ডব চালায়৷ গুন্ডাদের মারে গুরুতরভাবে আহত হন ছাত্র সংসদের সভাপতি ঐশি ঘোষ সহ বহু পড়ুয়া৷ বাদ যাননি অধ্যাপকেরাও৷ মুখোশধারী গুন্ডারা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির ছিল বলেই অভিযোগ৷
এই পরিস্থিতি মোদী সরকারের বিরুদ্ধেও একে একে মুখ খুলছে অভিনেতা, লেখক , সমাজকর্মী সহ বহু বুদ্ধিজীবীরা৷ মুখ খুললেন চেতন ভগতও৷ সরকারকে সরাসরি নিশানা করে জানিয়ে দিলেন তারা যাতে নিজেদের ইগো বজায় রাখার জন্য দেশকে আগুনে না জ্বালায়৷