Home Featured National Herald Case: চাপে পড়ছেন যুবরাজ, রাহুলের উত্তরে বাড়ছে সন্দেহ

National Herald Case: চাপে পড়ছেন যুবরাজ, রাহুলের উত্তরে বাড়ছে সন্দেহ

by Anamika Nandi

মহানগর ডেস্ক: গতকাল ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির (Enforcement Directorate) দফতরে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দু’দফায় প্রায় ১০ ঘন্টা ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েছিলেন তিনি। আজ ফের আবার তাঁকে হাজিরা দিতে বলেছে ইডি। সকাল ১১টায় সংস্থার দফতরে পৌঁছেছেন তিনি। তবে আজ অত্যন্ত সতর্কতা বজায় রেখেছে দিল্লি পুলিশ (Delhi Police)। সোমবার কংগ্রেস (Congress) কর্মীদের বিক্ষোভের কথা মাথায় রেখে, রাস্তা আটকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে আজ। সেইসঙ্গে বেশ কিছু অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে সূত্র অনুযায়ী, কংগ্রেস সাংসদের উত্তরে সন্তুষ্ট হচ্ছেন না তদন্তকারীরা।

জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সতর্কতার সঙ্গে দিয়েছেন রাহুল। সূত্র অনুযায়ী, তাঁর আইনজীবী তাঁকে বলে দিয়েছিলেন কীভাবে উত্তর দিতে হবে এবং কোন প্রশ্ন এড়িয়ে যেতে হবে। যার দরুন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের জবাবে সন্তুষ্ট হচ্ছেনা ইডি।

আরও পড়ুন: বিজেপি ভয় পাচ্ছে, কিন্তু তৃণমূল পেছবে না

গতকাল তাঁকে ‘ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর শেয়ারহোল্ডিং এবং অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড ও ইয়ং ইন্ডিয়ার সঙ্গে জড়িত কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত নথি দেখানো হয়েছিল বলে, জানা গিয়েছে। পরবর্তীতে তাঁকে সেইসব কোম্পানির কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হয়। সূত্র অনুযায়ী, গতকালের জিজ্ঞাসাবাদে কয়েকটি প্রশ্ন বাকি রয়ে গিয়েছে। তাই মঙ্গলবার তাঁকে দফতরে হাজির হতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

অন্যদিকে গান্ধী পরিবারের দিকে তোপ দেগেছে বিজেপি নেতৃত্বরা। দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, কলকাতার হাওয়ালা সংস্থাটির সঙ্গে এমন সমস্ত কোম্পানির যোগসাজ রয়েছে যাদের মালিকানায় রাহুল-সনিয়া-প্রিয়াঙ্কার নাম রয়েছে।

You may also like