Home International DR. ANIRBAN SENGUPTA: দেশ তথা বিশ্বের আইকন কলকাতার ম্যাক্সিলোফেসিয়াল বিশেষজ্ঞ কলকাতার চিকিৎসক

DR. ANIRBAN SENGUPTA: দেশ তথা বিশ্বের আইকন কলকাতার ম্যাক্সিলোফেসিয়াল বিশেষজ্ঞ কলকাতার চিকিৎসক

by Arpita Sardar
DR. ANIRBAN SENGUPTA, MAXILLOFACIAL,DENTIST, GLOBAL ICON

মহানগর ডেস্কঃ প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রুগীর পরিজনের ক্ষোভের মুখে এ রাজ্যের সরকারি বা বেসরকারি চিকিৎসকেরা। এবার সেই সরকারি চিকিৎসকই বিশ্বের দরবারে সেরার সেরা প্রমাণ করলেন। গোটা বিশ্বের সামনে উজ্জ্বল করে নজির গড়লেন নিজের দেশ এবং শহরের নাম। মানুষকে সুন্দর করে তোলার কীর্তিতেই বিশ্বের দরবারে বাজিমাত চিকিৎসকের।

ড. অনির্বাণ সেনগুপ্ত, বিশিষ্ট ম্যাক্সালোফেসিয়াল এবং দন্ত রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক। খানিকটা খোদার উপর খবরদারি করাই তাঁর কাজ। যে মানুষের দাঁত উঁচু, যে মানুষের চোয়াল একটু অস্বাভাবিক সেইসব মানুষকে এক নিমেষে সুন্দর করে তোলার দায়িত্ব তাঁর। সেই কাজ তিনি করে আসছেন দীর্ঘ দশ বছর ধরে। কোনোরকম এক্সটারনাল হ্যামারেজ ছাড়াই সেই রোগীরা নিমেষে হয়ে উঠছেন সুন্দর। কখনও বহরমপুরের প্রত্যন্ত গ্রামের মানুষ, কখনও মুম্বইয়ের পরিচিত আইনজীবি সকলের মুখের যাবতীয় ত্রুটি একটা ছোট অস্ত্রোপচারের পরে এক নিমেষেই গায়েব। আর নিজেকে সুন্দর করে তুলতে চাওয়া তো সকলেরই কাম্য।

এই বিশেষ রোগের চিকিৎসা করেই সম্প্রতি প্রাইম টাইম গ্লোবাল হেল্থ কেয়ার অ্যাওয়ারডসের অন্যতম মুখ তিনি। ২০২১-২২ প্রাইম টাইম গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডসের পুরস্কার তাঁর ঝুলিতে। গত সপ্তাহের শনিবার তাঁর হাতে সেই পুরস্কার তুলে দেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কর।

ড. অনির্বাণ সেনগুপ্ত জানিয়েছেন, ক্রিকেট খেলোয়াড়দের কাছে ম্যাক্সালোফেসিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এইরকম একজন লেজেন্ডের কাছ থেকে এমন সম্মান পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলেই মনে করেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন গোটা বিশ্বের প্রায় ১০০০ চিকিৎসকের মধ্যে থেকে তাঁর এই সম্মানপ্রাপ্তি। নিজের সাফল্যে তিনি আপ্লুত। একইসঙ্গে আগামীদিনেও তাঁর এই অধ্যবসায়, নিষ্ঠা জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

You may also like