মহানগর ডেস্ক: আজই জানা যাবে, কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। চলতি মাসের ১৮ তারিখ ছিল রাষ্ট্রপতি নির্বাচন। এবার নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পালা। ইতিমধ্যেই প্রথম রাউন্ডের গণনার ফল প্রকাশিত হয়েছে। গণনা শেষে এগিয়ে রয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। পেয়েছেন ৫৪০ টি ভোট। অন্যদিকে যশবন্তের (Yashwant Sinha) ঝুলিতে ২০৮টি ভোট। NDA পদপ্রার্থীর ভোটের মূল্য ৩ লক্ষ ৭৮ হাজার। এদিকে বিরোধীপক্ষের প্রার্থীর ভোটের মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৬০০।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহা, কে হবেন রাইসিনা হিলসের মালিক? সকালে ১১ টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বিরোধী পক্ষের প্রার্থী যশবন্ত সিনহা। বিশেষজ্ঞদের মতে, পাল্লা ভারী রয়েছে আদিবাসী নেত্রীর। প্রথম রাউন্ডের গণনার ফলও বলছে তাই।
আপাতত প্রথম রাউন্ডের ফলাফল বলছে বিরোধী প্রার্থী থেকে অনেকটা এগিয়ে দ্রৌপদী মুর্মু। আর সেই ব্যবধানও বিশাল। এখন শুধু সময়ের অপেক্ষা। দিল্লিতে দ্রৌপদীর বাড়ির সামনে উৎসবের মেজাজে দেখা গিয়েছে মানুষজনকে। সকলে ধরেই নিয়েছেন দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গে মনোজ টিগ্গা বলেছেন, কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে জিতে গিয়েছেন আদিবাসী নেত্রী।
এদিকে মুর্মুর বাসভবনকে কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। উল্লাসে মেতেছেন আদিবাসী সম্প্রদায়। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! দেশজুড়ে উৎসবের মেজাজ। আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, নির্বাচনে জেতার সম্ভাবনা বেশি মুর্মুর। যদিওবা তাঁর বিরুদ্ধে ভোটে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। এমনকি বলা হয়েছিল, নির্বাচনের দিন ক্রস ভোটিং হয়েছে।কিন্তু সেই সমস্ত কিছু পাশে রেখে প্রথম রাউন্ডের ফলাফল বলছে, দেশ পেতে চলেছে নতুন আদিবাসী রাষ্ট্রপতি।