মহানগর ডেস্ক: দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। রাইসিনা দখল করলেন আদিবাসী নেত্রী। গ্রামের সাধারণ এক আদিবাসী পরিবার থেকে উঠে আসা মহিলা আজ বসেছেন দেশের সর্বোচ্চ পদে। আদিবাসী সম্প্রদায় যাঁকে সেখানে দেখতে চেয়েছেন। যখন নির্বাচনে এনডিএ তাঁকে প্রার্থী করেছিলেন, তখনই একদল ধরে নিয়েছিলেন দেশ পেতে চলেছে প্রথম আদিবাসী ও ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।
ইতিহাস গড়লেন মুর্মু। উৎসবের মেজাজ দেশজুড়ে। বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী। সব মিলিয়ে ৩৪ টি দল সমর্থন জানিয়েছে যশবন্ত সিনহাকে এবং ৪৪ টি দল ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে। প্রায় নিশ্চিত ছিল আদিবাসী নেত্রীর জয়। এবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা হয়েছে। চারিদিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। সাংসদদের ৭৪৮ টি ভোটের মধ্যে ৫৪০ টি ভোটে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে যান দ্রৌপদী। বৃহস্পতিবার একুশে জুলাই সামনে এসে গিয়েছে দেশের ১৫ তম রাষ্ট্রপতির নাম। শপথ গ্রহণ হবে ২৫ শে জুলাই।
দ্বিতীয় রাউন্ডের শেষে দ্রৌপদী ৮০৯টি এবং যশবন্ত সিনহা ৩২৯ টি ভোট পান। এই রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের প্রতিটি ভোটের মূল্য ৭০০ হওয়ায় দ্রৌপদী মোট ৫,২৩,৬০০ টি ভোট পেয়েছেন এবং যশবন্ত সিনহা ১,৪৫,৬০০ ভোট পেয়েছেন। সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষে আয়োজিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। যে এলাকাকে স্যানিটাইজ করা হয় এবং ‘নীরব অঞ্চল’ হিসেবেও ঘোষণা করা হয়। ২০২২-এর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পর দ্রৌপদী মুর্মুকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন বিরোধী পদপ্রার্থী। রাইসিনার কুরসিতে দ্রৌপদী মুর্মু।