মহানগর ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তার আগেই এনডিএ পদপ্রার্থীর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। যদিওবা সেই ছবিটি ফটোশপ করা হয়েছে বলে জানা গিয়েছে। ছবিটি দেখিয়ে মূলত দাবি করা হচ্ছে, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) নাগপুরে আরএসএস সদর দফতরে মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন।
প্রসঙ্গে বরিষ্ঠ অধিকর্তা প্রশান্ত ভূষণ এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘দ্রৌপদী মুর্মু নাগপুরে আরএসএস-এর সদর দফতরে মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন!’ তিনি বলেছেন, ‘দ্রৌপদী মুর্মু হাতের পুতুল হয়েই থেকে যাবেন। তিনি কী আদৌও ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারবেন?’ পরবর্তীতে ওই ছবি খতিয়ে দেখলে জানা গিয়েছে, আদতে ছবিটি ফটোশপ করে বানানো হয়েছে। দুটি ছবিকে এডিট করে আদিবাসী নেত্রীর ছবিটি তৈরি করা হয়েছে।

দ্রৌপদী মুর্মুর ছবি প্রসঙ্গে প্রশান্ত ভূষণ
সূত্র অনুযায়ী, ভাইরাল ছবিটি যেখান থেকে এডিট করা হয়েছে সেটি ১১ মার্চ ২০২২-এ এএনআই-এর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ গুজরাটে তিন দিনের অখিল ভারতীয় প্রতিনিধি সভা’-র আয়োজন করেছিল। যা ১১-১৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এদিন ভাইরাল ছবির সঙ্গে মিলিয়ে একটি ছবি পাওয়া গিয়েছে, যেখানে মোহন ভাগবতের সঙ্গে দেখা গিয়েছে মহাসচিবকে। তাঁদেরকে ভারতমাতার ছবিতে ফুল নিবেদন করতে দেখা গিয়েছে। যেখানে ভাইরাল ছবিতে ভাগবতের পেছনে দেখা গিয়েছে দ্রৌপদী মুর্মুকে। বাকি সব একই রয়েছে।
আরও পড়ুন : মহুয়ার বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এর দায়িত্ব নেবে না তৃণমূল
এরপর মুর্মুর ছবিটি সার্চ করলে দেখা যায়, সেটি আসলে হেমন্ত সোরেন ২০২০-র ডিসেম্বরে টুইট করেছেন। টুইটে সোরেনের সঙ্গে তৎকালীন রাজ্যপাল দ্রৌপদীর তিনটি ছবি ছিল। যার মধ্যে একটি ছবিতে সোরেন নিচু হয়ে মুর্মুকে অভিবাদন করছিলেন এবং দ্রৌপদী মুর্মু সেই অভিবাদনের জবাবে হাত জড়ো করেছিলেন। ভাইরাল ছবিটিতে মুর্মুর সেই ভঙ্গির ছবিটিই ফুঁটে উঠেছে। যার থেকেই বোঝা গিয়েছে মোহন ভাগবতের ভারতমাতার ছবিতে ফুল নিবেদনের চিত্রের সঙ্গে এডিট করে মুর্মুর সেই ভঙ্গিমার ছবিটিকে বসানো হয়েছে। এই মুহূর্তে এনডিএ প্রার্থী ও ভাগবতের দেখা করার কোনও প্রমাণ সংবাদ মাধ্যমের কাছে নেই।