মহানগর ডেস্ক: অমানবিক! এবারও সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশ (UttarPradesh), যে রাজ্যে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও কিছু না কিছু অঘটন ঘটে। এবার কানপুরে একটি বেসরকারি স্কুলে পড়া ভুলে যাওয়ার জন্য শাস্তি হিসেবে ক্লাস ফাইভের এক ছাত্রের হাত ফুটো (Drilled On hand) করে দিলেন শিক্ষক। জানা গিয়েছে নিগৃহীতা ছাত্রী কানপুরের (Kanpur) সিসামাউয়ের বাসিন্দা। যে স্কুলে ঘটনাটি ঘটেছে, সেটি কানপুরের প্রেমনগর আপার প্রাইমারি স্কুল। ওই স্কুলে ছাত্রটি ক্লাস ফাইভে পড়ে। পুলিশ জানিয়েছে খবর পেয়ে ছাত্রর আত্মীয়রা স্কুলে আসে। তারপর সেখানে তুমুল ঝামেলা শুরু করে। ছাত্রটি জানায় শিক্ষক তাকে টেবল অফ টু মুখস্থ বলতে বলে। সে না পারায় তার হাতে মেশিন চালিয়ে ফুটো করে দেয়। তার পাশে থাকা এক সহপাঠী তৎক্ষণাৎ সুইচ বন্ধ করে দেয়।
ড্রিল মেশিন চালানোর পরে ছাত্রের বাঁ হাত হাত জখম হয়। এরপর জখম বাঁ হাতে ছোটখাটো ব্যান্ডেজ করে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। যদিও এই ঘটনাটির কথা টিচার-ইন চার্জ স্থানীয় শিক্ষা আধিকারিকে জানাননি বলে অভিযোগ। ছাত্রটির বাড়ির লোক স্কুলে প্রতিবাদ জানানোর পরে ব্লক এডুকেশন কর্তাদের ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে স্কুলে ঘটনাটি খতিয়ে দেখতে আসেন শিক্ষা দফতরের আধিকারিকরা। ঘটনার কথা জানিয়ে কানপুর নগরের বেসিক শিক্ষা অধিকারী সুজিতকুমার সিং জানান গোটা ঘটনাটির তদন্ত করার জন্য একটি কমিটি গড়া হয়েছে। প্রেমনগর ও শাস্ত্রীনগরের ব্লক এডুকেশন অফিসাররা ঘটনার তদন্ত করে রিপোর্ট পাঠাবেন। দোষী প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে।