মহানগর ডেস্ক: মেয়েদের মধ্যে মদ্যপানের প্রবণতা ( Drinking Habit Caused Low Birth Rate) অত্যধিক বেড়ে যাওয়ায় দেশে জন্মহার কমে যাচ্ছে। সোমবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পোলান্ডের শাসক দলের নেতা জারোস্লভ কাজিনস্কি (Leader Of Ruling Party Of Poland)। তাঁদের দেশে জন্মহার কমে যাওয়ার কারণ হিসেবে তাঁর এই ব্যাখ্যা ঘিরে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। বাদ যাননি সেদেশের রাজনীতিবিদ এবং সেলিব্রিটিরা। এই মন্তব্য বোকার মতো এবং পুরুষতান্ত্রিক মনোভাবের প্রতিফলন বলে মন্তব্য করে তাঁরা আচ্ছা করে তুলোধনা করেছেন শাসক দলের নেতার।
কাজিনস্কিকে উদ্ধৃত করে গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, যদি এরকম একটা পরিস্থিতি চলতে থাকে, পঁচিশ বছরের কম বয়সি মহিলারা তাঁদের বয়সি পুরুষদের মতো মদ্যপান করেন, তাহলে সন্তান হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁর মতে, একজন পুরুষকে অ্যালকোহলিক হতে গেলে টানা কুড়ি বছর মদ্যপান করতে হয় কিন্তু একজন মহিলার ক্ষেত্রে অ্যালকোহলিক হতে মাত্র দুবছরই যথেষ্ট। পোলান্ডের ওই নেতার দাবি তিনি যা বলছেন, তা একজন চিকিৎসকের অভিজ্ঞতার ভিত্তিতেই বলছেন। ওই চিকিৎসক এক তৃতীয়াংশ অ্যালকোহলিককে সুস্থ করতে পারলেও একজন মহিলাকে সুস্থ করতে পারেননি। প্রসঙ্গত, সরকারি পরিসংখ্যান মতে প্রতিটি মহিলার ক্ষেত্রে বর্তমান জন্মদানের হার ১.৩ শতাংশের বেশি। সমালোচকরা মনে করছেন আর্থিক স্থিতাবস্থা ও গর্ভপাত নিয়ন্ত্রণের কারণেই পোলান্ডের মহিলার সন্তানের জন্ম দিতে ইচ্ছুক নন।