Home Entertainment Drishyam 2 : প্রথম দিনেই বাজিমাত দৃশ্যম ২-য়ের, বক্স অফিসে লক্ষ্মী লাভ ১৫ কোটি

Drishyam 2 : প্রথম দিনেই বাজিমাত দৃশ্যম ২-য়ের, বক্স অফিসে লক্ষ্মী লাভ ১৫ কোটি

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : সাধারণত রিমেক্স ছবি এত কোটি টাকার ওপেনিং করে এমনটা সচরাচর দেখা যায় না। তবে প্রথম দিনে অজয় দেবগনের ছবি চিত্রটা যেন বদলে দিল। দক্ষিণী ছবি দৃশ্যম ২-র রিমেক এই ছবি প্রথম দিনের লক্ষ্মী লাভ ১৫ কোটি ৩৮ লক্ষ টাকা। ১৮ নভেম্বর মুক্তি পেয়েছে অভিষেক পাঠক পরিচালিত এই অপরাধমূলক থ্রিলার। আর প্রথম দিনেই দর্শকরা মহিত ছবি দেখে।

চিত্রনাট্যের সামান্য হেরফের। সেই সঙ্গে পর্দায় অজয় এবং তার পরিবারের অভিনয়। বিজয় সালগাঁওকর এবং তার পরিবারের অভিনয় কার্যত দর্শককে বসিয়ে রাখতে বাধ্য করেছে। সকলি পুলিশের প্রত্যেকটা চাল কী ভাবে পাল্টা চাল দিয়েছে বিজয় সেটাই এই ছবির মূল আকর্ষণ। যার জেরে টিকিটের চাহিদা এতই যে হলগুলি গুলিয়ে উঠতে পারছে না। প্রত্যেকটি হল প্রায় মাঝরাত পর্যন্ত শো রাখতে বাধ্য হচ্ছে। সবাই বুঁদ হয়েছে দৃশ্যম ২ দেখার জন্য।

তবে ছবি বিশেষজ্ঞরা বলছেন এভাবে যদি চলতে থাকে তাহলে বড় বড় ছবিকে টেক্কা দিতে পারে দৃশ্যম ২। সাত বছর আগের সালগাঁকর পরিবারকে ভোলেননি দর্শক। ২০১৩ সালে জীতু জোসেফ তৈরি করেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে সেই ছবিরই রিমেক তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সে সময়ে ও রকম একটা টানটান থ্রিলার দেখে নড়েচড়ে বসেছিলেন গোটা দেশের দর্শক। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ইতিমধ্যেই গত বছর বানিয়ে ফেলেছেন জীতু জোসেফ যে ছবি মুক্তি পেয়েছে ওই মাধ্যমে।

You may also like