Home Top Stories Nabanna: রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকারের কর্মসূচি, ঘোষণা নবান্নের

Nabanna: রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকারের কর্মসূচি, ঘোষণা নবান্নের

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে ফের রাজ্যজুড়ে শুরু হতে চলেছে দুয়ারে সরকারের (Nabanna) কর্মসূচি। যা চলবে একমাস। অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত। একইসঙ্গে এক তারিখ থেকেই শুরু হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি যা চলবে ১৫ দিন অর্থাৎ ১৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি সুবিধা পাবেন সাধারণ মানুষ।

শনিবার রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী জেলাশাসক, বিডিও ও জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। আর সেখানেই তিনি ঘোষণা করেন দুয়ারে সরকারের কর্মসূচি। জানা গিয়েছে, মুখ্যসচিব এই বৈঠকে জেলার প্রধানদের জানিয়েছেন, পুজোর পরে ফের এক মাস যাবত চলা এই কর্মসূচিতে ২৫ টি বিষয়ে তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে। এর মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী সহ রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্প থাকলেও, ১০০ দিনের কাজ এই কর্মসূচির মধ্যে থাকছে না।

এছাড়াও জেলা শাসকদের মুখ্যসচিব রাজ্য জুড়ে চলা মশাবাহিত জ্বর অর্থাৎ ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে সতর্ক হতে নির্দেশ দেন। কোথাও যদি জল জমতে দেওয়া না হয় এছাড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির দিকে জোর দেওয়ার কথা বৈঠকে জানিয়েছেন এইচ কে দ্বিবেদী।

ওদিকে, কালীপুজোর আগে প্রবল দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সে বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে, বলেই জানা যাচ্ছে। মুখ্য সচিব প্রত্যেক জেলা শাসকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কালীপুজোর আগে প্রাকৃতিক দুর্যোগে কোথাও জল জমে মানুষকে হয়রানির মুখে পড়তে না হয়, সেদিকে নজর রাখতে হবে।

You may also like