Home Featured DUARE SARKAR: রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু

DUARE SARKAR: রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ চলতি মাসের শুরুতেই মঙ্গলবার থেকে শুরু হল রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। গোটা রাজ্যের জেলাগুলিতে একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে। জেলায় জেলায় বিভিন্ন ক্যাম্পগুলি থেকে মোট ২৭ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে। ক্যাম্পগুলি থেকে একাধিক সরকারি প্রকল্পের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন গোটা রাজ্যের রাজ্যবাসী।

রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার নিয়ে একাধিক তথ্য দেওয়া হয়েছে। নিজের জেলায় নিকটবর্তী ক্যাম্পের সন্ধান পাওয়ার জন্য রাজ্যবাসীর ভরসা ওয়েবসাইট। https://ds.wb.gov.in/Portal_New_Default.aspx এই লিঙ্কে ক্লিক করলেই বিস্তারিত জানা যাবে। ক্যাম্পগুলি থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনের জন্য বিনামূল্যে ফর্ম সংগ্রহ করতে পারবেন রাজ্যবাসী। পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য চালু করা হয়েছে একটি বিশেষ টোল ফ্রি হেল্পলাইন নম্বরও। ১০৭০/২২১৪-৩৫২৬ এই নম্বরে ফোন করেই এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানতে পারবেন আগ্রহীরা। একইসঙ্গে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে নিকটবর্তী সহায়তা কেন্দ্রে।

দুয়ারে সরকারের পাশাপাশি পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি চলবে ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। দুয়ারে সরকার শিবিরে রাজ্যের প্রকল্পগুলিতে আবেদনের জন্য প্রয়োজন হবে একাধিক নথির। আবেদনকারীর আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে দুয়ারে সরকার শিবির থেকেই নতুন অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হবে। কৃষি জমির মিউটেশন, জমি রেকর্ডের ভুল সংশোধনের জন্য আবেদনকারীর দলিলের রেজিস্টার্ড কপি, একাধিক হলফনামা এবং আইনি উত্তরাধিকার সংক্রান্ত সার্টিফিকেটের কপি লাগবে। পাশাপাশি প্রত্যেক প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি থাকা বাধ্যতামূলক।

কন্যাশ্রী, রুপশ্রী, মানবিক, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্যসাথী ইত্যাদি পরিষেবাগুলি দুয়ারে সরকারের শিবির থেকে পাওয়া যাবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদনপত্রের নিষ্পত্তি করতে হবে বলে ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

You may also like