Home Featured Manipur Landslide: খারাপ আবহাওয়ার জেরে রেলওয়ে নির্মাণস্থলে ধস, মৃত ১৬, নিখোঁজ বহু

Manipur Landslide: খারাপ আবহাওয়ার জেরে রেলওয়ে নির্মাণস্থলে ধস, মৃত ১৬, নিখোঁজ বহু

by Anamika Nandi
Manipur Landslide: খারাপ আবহাওয়ার জেরে রেলওয়ে নির্মাণস্থলে ধস, মৃত ১৬, নিখোঁজ বহু

মহানগর ডেস্ক: ভূমিধসের ফলে পশ্চিম মণিপুরের (Manipur Landslide) ননে জেলার এক শহরে আটকে এক ডজন লোক। গতকাল জানা গিয়েছিল, সেনাবাহিনীর জওয়ান সহ প্রায় ৫০ জনের মত লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার রাতে টুপুল ইয়ার্ডে রেললাইন নির্মাণের জায়গায় ধস নামে। তাতেই ঘটেছে এই দুর্ঘটনা। সরকারি এক আধিকারিকের বক্তব্য, টুপুল রেলস্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর ১০৭ জন জওয়ান মোতায়েন ছিল। ধস নামার ফলে তাঁরা ছিটকে গিয়েছেন এদিক-ওদিক। খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকেরই। শুক্রবার উদ্ধারকারীরা জানিয়েছেন, নিখোঁজ বহু মানুষ। ১৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার করা গিয়েছে ১৮ জনকে।

পুলিশের ডিরেক্টর জেনারেলের কথায়, এখন পর্যন্ত ১৭জন সাধারণ মানুষ, ১৪ জন সেনা কর্মী, ২ জন শ্রমিক এবং ১ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারা গিয়েছেন। বাকিদের খোঁজ চলছে। প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইটে লেখেন, ‘মণিপুরের রেলস্টেশনের কাছে ধসের ব্যাপারে কথা হয়েছে এন বীরেন সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারে নেমেছে। আরও দুটি দল ঘটনাস্থলে পৌঁছেছে’। এমনকি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জরুরি বৈঠকের ডাক দিয়েছিলেন।

আরও পড়ুন : ভরা সভায় বক্তৃতা,পুলিশের জালে গ্রেফতার ভুয়ো তৃণমূল কর্মী

খারাপ আবহাওয়া হওয়ার মাঝেও উদ্ধারকারী দল কাজ চালিয়ে গিয়েছে। মাটি কাটা ও সরানোর জন্য বুলডোজার সহ একাধিক সরঞ্জাম আনানো হয়েছে। রেল, সেনাবাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ মিলিতভাবে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্য জারি রয়েছে। সূত্র অনুযায়ী, প্রবল ধসে ইজেই নদীপথ আটকে গিয়েছে। নিচু এলাকাগুলি ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল।

ননের ডেপুটি কমিশনার বলেছেন, “টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণকার্য ক্যাম্পের কাছে ধস নামার কারণে অনেকেই জীবন্ত চাপা পড়ে রয়েছেন। ঘটনাটি মর্মান্তিক। এদিকে ইজেই নদীর পথ বন্ধ হয়ে গিয়েছে। বাধের মতো জলাধার তৈরি হয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে”।ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন রাজ্যপাল লা গণেশন। সেই সঙ্গে জানা গিয়েছে, নিখোঁজের তালিকায় রয়েছে বাংলার কয়েকজন। তাঁদের দেহ আনার ব্যাপারে রাজ্য প্রশাসন যোগাযোগ রেখে চলেছে মণিপুর সরকারের সঙ্গে।

You may also like