মহানগর ডেস্কঃ ঠিক এক সপ্তাহ আগে দশমীর রাতে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বড়সড় বিপর্যয় নেমে আসে মালবাজার এলাকায়। মাল নদীতে আচমকাই হড়পা বানে জলের তোড়ে ভেসে যান বেশ কিছু মানুষ। কিছুজনকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত বহু মানুষ। হড়পা বানে মৃতদের জন্য বড় ঘোষণা প্রশাসনের। হড়পা বানে নিহতদের পরিবারের কেউ সরকারি চাকরির জন্য আবেদন করলে সে ব্যাপারে সব রকমের সহযোগিতা করা হবে বলে সিদ্ধান্ত মালবাজার পুর প্রশাসনের। মঙ্গলবার পুরসভার বোর্ড মিটিংয়ের পরে সাংবাদিল বৈঠকে এমন কথাই জানিয়েছেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা।
মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা জানিয়েছেন, দশমীর রাতে বিপর্যয়ের ঘটনায় প্রশাসন উদ্বিগ্ন। তাই ওই দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতেই সরকারি চাকরি দেওয়ার ব্যাপারে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে মালবাজার পুর প্রশাসন।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, দশমীতে বিসর্জন বিপর্যয়ের ঘটনা নিয়ে মঙ্গলবার মাল পুর বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই মাল নদীতে বিপর্যয়ে নিহতদের পাশে দাঁড়ানোর বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষ করে পুরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি এবং অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে নিয়ে চেয়ারম্যান এই বিষয়টি ঘোষণা করেন।
এই বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করেছিলেন। সেই টাকা হাতে পেয়েও গিয়েছেন ক্ষতিগ্রস্তদের পরিবার এমনটাই জানান স্বপন সাহা। পাশাপাশি তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন মৃতের পরিবারের কেউ চাকরির জন্য আবেদন করলে সেই বিষয়ে সব রকমের সহযোগিতা করা হবে। তিনি আশ্বাস দেন মন্ত্রী, জেলাশাসক, মহকুমা শাসকের মাধ্যমে সেই আবেদনের জন্য চেষ্টা করা হবে। হাসপাতাল, পুরসভা অথবা অন্য কোনও দফতরে যদি মৃতের পরিবারের কেউ অস্থায়ী চাকরি পায় সেক্ষেত্রে ওই পরিবারগুলোর সুরাহা হবে বলেই দাবি করেন পুর প্রশাসক।