মহানগর ডেস্ক: দেশের আসল তপস্বী হলেন পরিযায়ী শ্রমিকেরা (Migrant Labours)। তাঁরা কোভিড অতিমারিতে দেশের কোণে কোণে নিজেদের উজাড় করে কাজ করেছিলেন। আর কর্মীরা সারাজীবন ধরে কাজ করে চলেছেন। কিন্তু সরকারের কাছ থেকে যে টুকু প্রাপ্য, তা তাঁরা পান না। বিজেপির নেতারা হাত জোড় করে ঈশ্বরের পুজো করেন কিন্তু কিন্তু তাঁরা আসল তপস্বীদের ভবিষ্যৎ ধ্বংস করে চলেছেন (Rahul Attacks BJP)। ঠিক এভাবেই মোদী তথা গেরুয়া শিবিরকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রায় মধ্যপ্রদেশ পর্বে ওঙ্কারেশ্বর মন্দিরে পুজো দিতে এসে এমনই আক্রমণাত্মক দেখা গেল তাঁকে।
রাহুল গান্ধীর আক্রমণে বিজেপির কৃষক থেকে শ্রমিক,কর্মীদের বঞ্চনার প্রসঙ্গ উঠে এসেছে। বিজেপি নেতা-মন্ত্রীদের ঈশ্বর পুজো নিয়ে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ তুলে আনেন দেশের শ্রমজীবী মানুষদের পড়ে পড়ে মার খাওয়ার প্রসঙ্গ। প্রসঙ্গত, আগামী বছরে মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে বিজেপি শাসিত রাজ্যে এসে তার একটা গ্রাউন্ডওয়ার্ক করে গেলেন তিনি। ধুতি পরে মন্দিরে এসে রুদ্রাক্ষ পরে লাল বস্ত্র পরে পুরোহিতদের সাহচর্যে পুজো করেন তিনি। পুজোর পর রাহুল বলেন, তিন মাস ধরে বিভিন্ন তিনি মন্দিরে যাচ্ছেন, কিন্তু আসল তপস্বীদের তুলনায় তা নেহাতই যৎসামান্য। আসল তপস্বীরা হলেন কৃষক এবং কর্মীরা। তাঁর অভিযোগ, কৃষকরা সার পাচ্ছেন না। চড়া দামে তাঁদের বাইরে থেকে সার কিনতে হচ্ছে। কৃষিপণ্যের প্রকৃত দামও পাচ্ছেন না তাঁরা। ফসলের ক্ষতি হলেও বিমা সংস্থার কাছ থেকে বিমার টাকাও পাচ্ছেন না।