Home Latest News EAST BENGAL: আইএসএলে হারের সাফাইয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা

EAST BENGAL: আইএসএলে হারের সাফাইয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা

by Arpita Sardar
indian super league, east bangal leader, debabrata sarkar, east bengal lost , new imami team

মহানগর ডেস্কঃ কেরালা ব্লাস্টার্সের পরে এবার এফ সি গোয়ার বিরুদ্ধেও ফের পরাস্ত ইস্টবেঙ্গল। এই নিয়ে পরপর দুটো ম্যাচে হার ইস্টবেঙ্গলের। গত বুধবার টানটান লড়াই নিয়ে ২-১ গোলে যুবভারতীর মাঠে হারতে হয় লাল-হলুদ বাহিনীকে। পরপর দু’দুটো ম্যাচে হেরে যাওয়ার পরে এবার দলের হারে মুখ খুললেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার। ইমামিকে স্পনসর হিসেবে এনে একদম শেষ মুহূর্তে টিম সাজানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা। পরপর দুটো ম্যাচে দলের হারের ফলে ম্যাচের শেষে নিজের হতাশাই ঝরে পড়ল তাঁর কণ্ঠে।

এদিন দেবব্রত সরকার জানালেন, দলের এই পারফরম্যান্সে তাঁরা মোটেই খুশি নন। পাশাপাশি তিনি জানান, এই ম্যাচে ভাগ্য তাঁদের সঙ্গ দেয়নি। তবে হতাশ হলেও দলের এই বারবার পরাস্ত হওয়াতে তাঁরা কোনওভাবেই হাল ছেড়ে দিতে রাজি নন। তিনি দাবি করেন আইএসএলে সব টিম পুরনো, শুধু ইস্টবেঙ্গল টিমটাই নতুন। কাজেই তাদের ফিরে আসা একটু সময়সাপেক্ষ বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, ভাল কিছু আশা করার জন্য হতাশ হতে নেই। পাশাপাশি তিনি দাবি করেন দেশের সেরা কোচদের মধ্যে অন্যতম কনস্ট্যানটাইন। তাই তাঁরা আপাতত কোচের উপরই আস্থা রাখতে আগ্রহী বলে জানান। পাশাপাশি তিনি সমর্থকদের ভরসা রাখার অনুরোধও জানান।

এই হার নিয়ে বেশি ভাবতে নারাজ লাল হলুদের বিনিয়োগকারী ইমামি কর্তা আদিত্য আগরওয়াল। তিনি দলের খেলায় আপাতত খুশি। হারের দায় কোচের উপরই চাপিয়েছেন তিনি।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ভাল শুরু করেও শেষের দিকে খেই হারিয়ে ফেলে ইস্টবেঙ্গল। এফ সি গোয়ার বিরুদ্ধে সেরকমটা হয়নি। টানটান লড়াইয়ের ম্যাচের একদম শেষের মুহূর্তে হারতে হয় ইস্টবেঙ্গলকে।

You may also like