মহানগর ডেস্কঃ ইস্ট ওয়েস্ট রুটে এবার বাড়ছে মেট্রোর সংখ্যা। শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত পৌছতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। ডিসেম্বর মাস থেকেই এই সুবিধা পেতে চলেছেন ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো যাত্রীরা। শীতের মরশুমে ছুটির সকাল এবং উইক এন্ডে ভ্রমণের জন্য বাড়তে পারে যাত্রী চাপ। সেই কথা মাথায় রেখেই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যদিও এই ইস্ট-ওয়েস্টের গ্রিন লাইনে প্রথম এবং শেষ মেট্রোর সময়ের মধ্যেও কোনও পরিবর্তন করা হয়নি।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চাপতে গেলে আর বেশিক্ষণ অপেক্ষা করতেও হবে না। কমছে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও। মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ইস্ট – ওয়েস্ট রুটে ৫৩টি আপ এবং ৫৩টি ডাউন মিলিয়ে ১০৬টি মেট্রো চলবে। যা আগে ছিল আপ এবং ডাউন মিলিয়ে ১০০ টি। একইসঙ্গে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমে দাঁড়াচ্ছে ১২ মিনিট। যা আগে ছিল ১৫ মিনিট।
১ ডিসেম্বর থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হলেও সময়সূচির কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, এই গ্রিন লাইনে শিয়ালদহ থেকে দিনের প্রথম মেট্রো যথারীতি পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। পাশাপাশি এই রুটে শেষ মেট্রো পাওয়া যাবে শিয়ালদহ থেকে ৯টা ৪০ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত ৯টা ৩৫ মিনিটে।
অন্যদিকে, আগামী ১০ ডিসেম্বর থেকে জোকা থেকে তারাতলা রুটে ছুটবে বহু প্রতীক্ষিত বেহালা মেট্রো। বেহালাবাসীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অবশেষে পূরণ হতে চলেছে।