Home Featured Ashok Gehlot: ‘চাপে পড়ে কাজ করছে ইডি-সিবিআই’, মন্তব্য গেহলটের

Ashok Gehlot: ‘চাপে পড়ে কাজ করছে ইডি-সিবিআই’, মন্তব্য গেহলটের

by Anamika Nandi
Ashok Gehlot: 'চাপে পরে কাজ করছে ইডি-সিবিআই', মন্তব্য গেহলটের

মহানগর ডেস্ক: রবিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) কেন্দ্রের দিকে তোপ দেগে বলেছেন যে, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই কাজ করছে তাদের (বিজেপি) চাপে পরে”। জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগের কাজ নিরপেক্ষভাবে করা উচিত। কিন্তু তাঁরা চাপের মধ্যে কাজ করছে। এটাই আমাদের অভিযোগ’।

পাশাপাশি ইডির ক্ষমতা সম্পর্কে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই প্রসঙ্গে গেহলট বলেছেন, আইনের রক্ষা করতে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, আর্থিক তছরূপের মামলায় ইডি গ্রেফতারি থেকে তল্লাশি সমস্ত কিছুই করতে পারবে। আর তাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, “এতে শুধু আমরাই নয় বহু মানুষ হতাশ হয়েছে”। প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘দেশে গণতন্ত্র বিরাজ করা উচিত’। তিনি আগে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, ‘গণতন্ত্রে আদর্শের জন্য লড়াই রয়েছে। আমাদের কারোর সঙ্গে কোনও শত্রুতা নেই’।

মিস্টার গেহলটের কথায়, রাজ্য সরকার যেভাবে ঐতিহাসিক নথির ডিজিটাইজেশন করেছে তেমনি Genealogists-দের তাঁদের লেখার মধ্যে নতুনত্ব আনা উচিত। প্রযুক্তি ব্যবহার করা উচিত ঐতিহ্যবাহী জিনিসের সংরক্ষণের জন্য। তাঁর বক্তব্য, রাজ্য সরকার Genealogists-দের স্বার্থে একটি পরিকল্পনা করেছে। খুব শীঘ্রই জয়পুরে ‘Academy of Genealogy Conservation and Promotion’-এর একটি অফিস চালু হবে। যেখান থেকে রাজ্যের উন্নতির জন্য কাজ করা হবে।

এদিন মূলত তিনি কেন্দ্রের দিকে তোপ দেগে বলেছেন, কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপির ইশারায় কাজ করছে। যদিওবা তিনি কোনও নাম মুখে আনেন নি, কিন্তু তাঁর নিশানা কাকে ছিল সেটা বুঝতে বাকি নেই কারোর। এদিকে আজ, রবিবার সঞ্জয় রাউতকে হেফাজতে নিয়েছে ইডি।

You may also like